IPL Auction 2025 Live

Chandipura Virus in Gujarat: গুজরাটে চন্ডিপুরা ভাইরাসের হানাদারি, শিশু মৃত্যুতে আতঙ্ক বাড়ছে, কী জানালেন স্বাস্থ্যমন্ত্রী দেখুন

সূত্রের খবর গুজরাটের সবরকান্তা জেলায় ১২ জন চন্ডিপুরা ভাইরাসে আক্রান্ত। এই জেলা আরাবল্লি, মাহিসাগর এবং খেদায় আক্রান্তদের খোঁজ মিলেছে। পাশাপাশি রাজস্থান এবং মধ্যপ্রদেশের ৩ জনও গুজরাটে এসে আক্রান্ত বলে জানা যাচ্ছে।

Credits: Pixabay

দিল্লি, ১৬ জুলাই: ফের ভাইরাসের (Virus) হানাদারি। এবার গুজরাটে (Chandipura Virus)। রিপোর্টে প্রকাশ, চন্ডিপুরা নামে একটি ভাইরাসের হানায় গুজরাটে (Gujarat) গত ৫ দিনে বেশ কয়েকজন শিশুর মৃত্যু হয়েছে।  আক্রান্ত প্রায় ১২ জন বলে জানা যাচ্ছে। গুজরাটের স্বাস্থ্যমন্ত্রী ঋষিকেষ প্যাটেল সোমবার এই তথ্য প্রকাশ করেন। তিনি জানান, চন্ডিপুরা ভাইরাসের হানায় গুজরাটে ১২ জন আক্রান্ত। এই ভাইরাসে আক্রান্তদের জ্বর হচ্ছে। প্রথমে সাধারণ জ্বরের মতই তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে শরীরে। তারপর মস্তিষ্কে প্রদাহ হচ্ছে।

সূত্রের খবর গুজরাটের সবরকান্তা জেলায় ১২ জন চন্ডিপুরা ভাইরাসে আক্রান্ত। এই জেলা আরাবল্লি, মাহিসাগর এবং খেদায় আক্রান্তদের খোঁজ মিলেছে। পাশাপাশি রাজস্থান এবং মধ্যপ্রদেশের ৩ জনও গুজরাটে এসে আক্রান্ত বলে জানা যাচ্ছে।

শুনুন কী বললেন গুজরাটের স্বাস্থ্যমন্ত্রী...

 

চন্ডিপুরা ভাইরাসে যাঁরা আক্রান্ত হচ্ছেন, তাঁদের নিয়ে যাতে কেউ গুজব না ছড়ান, সে বিষয়ে আবেদন জানানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ। তাই কোনওভাবে কেউ গুজব ছড়াবেন না বলে আবেদন জানানো হয় গুজরাটের স্বাস্থ্য মন্ত্রকের তরফে।