Chandigarh Police Commit Blunder: পুলিশের বিরাট ভুলে প্রকাশ্যে নির্যাতিতা ব্রিটিশ কূটনীতিক ব্যক্তিগত তথ্য
শ্লীলতাহানির শিকার ব্রিটিশ কূটনীতিকের (British diplomat) ব্যক্তিগত পরিচয় প্রকাশ্যে এনে বড়সড় ভুল করে ফেলল চণ্ডীগড় পুলিশ (Chandigarh Police)৷ গত বুধবার থানায় শ্লীলতাহানির অভিযোগ জানান নির্যাতিতা কূটনীতিক৷
চণ্ডীগড়, ৮ অক্টোবর: শ্লীলতাহানির শিকার ব্রিটিশ কূটনীতিকের (British diplomat) ব্যক্তিগত পরিচয় প্রকাশ্যে এনে বড়সড় ভুল করে ফেলল চণ্ডীগড় পুলিশ (Chandigarh Police)৷ গত বুধবার থানায় শ্লীলতাহানির অভিযোগ জানান নির্যাতিতা কূটনীতিক৷ সেই অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের হয়েছে৷ বৃহস্পতিবার চণ্ডীগড় পুলিশের ওয়েবসাইটে নির্দিষ্ট এফআইআরটি আপলোড হতেই প্রকাশ্যে চলে এসেছে নির্যাতিতা ব্রিটিশ কূটনীতিকের নাম, ফোন নম্বর ও ঠিকানা৷ সাধারণত নির্যাতিতার নাম, ব্যক্তিগত বিবরণ প্রকাশ্যে আনা হয় না৷ হিন্দুস্তান টাইমসের রিপোর্ট অনুসারে, এমন একটি স্পর্শকাতর এফআইআর-কে গোপনীয় রাখতে পারেনি চণ্ডীগড় পুলিশ৷ এখন যে কেউ চণ্ডীগড় পুলিশের ওয়েবসাইটে গিয়ে লগইন করলেই ওই তথ্য দেখতে পাবেন৷ আরও পড়ুন- Petrol Diesel Price Hike: পর পর চারদিন, তৃতীয়াতে ফের বাড়ল পেট্রোল ডিজেলের দাম
জানা গেছে, যতই তথ্য ওয়েবসাইটে আপলোড হোক না কেন, সাধারণ মানুষের নাগালের বাইরেই থাকবে৷ এই প্রসঙ্গে পুলিশ সুপার কেতান বনসল বলেন, “এই এফআইআরটি ওয়েবসাইটে আপলোড হওয়া উচিত ছিল না৷ আমি চেক করে দেখব৷” গত বুধবার সকালে টেনিস খেলতে আসছিলেন বছর ষাটেকের ব্রিটিশ কূটনীতিক৷ সেই সময় চণ্ডীগড় লন টেনিস অ্যাসোসিয়েশনের কাছে এক বাইক আরোহী তাঁর শ্লীলতাহানি করে৷ তিনি বলেন, “আমি লোকালয়ের মধ্যে দিয়ে আসছিলাম৷ পিছনেই ছিল একটি মোটরবাইক৷ আচমকাই সেই বাইক আরোহী আমার পিছনে কিছু দিয়ে সজোর আঘাত করে৷ কোনওরকমে সামলে নিয়ে চেঁচিয়ে উঠে তার পিছু নিতেই গতি বাড়িয়ে পালিয়ে যায় অভিযুক্ত৷”
অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ ও ৩৫৪-র এ ধারায় মামলা রুজু হয়েছে৷ তবে অভিযুক্ত এখনও অধরাই৷ তাকে চিহ্নিত করতে তদন্তে নেমেছে পুলিশ৷ ঘটনার সময় ওই নির্দিষ্ট এলাকায় কোন কোন মোবাইল ফোন অ্যাক্টিভ ছিল তা জানতে সমস্ত তথ্য খতিয়ে দেখা হচ্ছে৷