Farmers Protest Latest Updates: মঙ্গলবার তিনটেয় কৃষক সংগঠনের সঙ্গে বৈঠক ডেকেছে কেন্দ্র, সিঙ্গু ও টিকরি সীমান্তে বন্ধ ট্রাফিক চলাচল

সম্প্রতি গৃহীত কৃষি আইন নিয়ে প্রচুর অভিযোগ রয়েছে দেশের কৃষকদের। এই আইন যাতে কেন্দ্র তুলে নেয় সেজন্য শান্তিপূর্ণ গণ আন্দোলন শুরু করেছে পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশের কৃষকরা (Farmers Protest)। গত কয়েকদিন ধরেই দিল্লি চলো ডাক দিয়ে রাতপথে নেমে পড়েছে কৃষক সমাজ। এই আন্দোলনের নেতৃত্বে রয়েছে দেশের বিভিন্ন কৃষক সংগঠন। এই গৃহীত কৃষি আইনের বিরোধিতায় দিল্লির নিলানকারি মাঠে রীতিমতো ক্যাম্প তৈরি করে অবস্থান বিক্ষোভ করছেন হাজারো কৃষক। আজ আরও অনেক কৃষক পায়ে হেঁটে দিল্লি সীমান্তে পৌঁছাবেন।

দিল্লিতে আন্দোলনরত কৃষকরা (Photo Credits: ANI)

নতুন দিল্লি, ১ ডিসেম্বর: সম্প্রতি গৃহীত কৃষি আইন নিয়ে প্রচুর অভিযোগ রয়েছে দেশের কৃষকদের। এই আইন যাতে কেন্দ্র তুলে নেয় সেজন্য শান্তিপূর্ণ গণ আন্দোলন শুরু করেছে পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশের কৃষকরা (Farmers Protest)। গত কয়েকদিন ধরেই দিল্লি চলো ডাক দিয়ে রাতপথে নেমে পড়েছে কৃষক সমাজ। এই আন্দোলনের নেতৃত্বে রয়েছে দেশের বিভিন্ন কৃষক সংগঠন। এই গৃহীত কৃষি আইনের বিরোধিতায় দিল্লির নিলানকারি মাঠে রীতিমতো ক্যাম্প তৈরি করে অবস্থান বিক্ষোভ করছেন হাজারো কৃষক। আজ আরও অনেক কৃষক পায়ে হেঁটে দিল্লি সীমান্তে পৌঁছাবেন।

দিল্লিতে প্রবেশের পাঁচটি পয়েন্ট বন্দ করার হুমকি দেওয়া হয়েছে। যেহেতু কৃষকরা দিল্লি অভিমুখে আসছেন তাই ইতিমধ্যে রাজধানীতে প্রবেশের দুটি পয়েন্ট পুলিশ বন্ধ করে দিয়েছে। বাকি দুটিতেও কড়াকড়ি বলবৎ হয়েছে। এখানে কৃষক আন্দোলনের সর্বশেষ খবর। আরও পড়ুন-Bhopal Gas Tragedy: ভোপাল গ্যাস দুর্ঘটনা বিশ্ব ইতিহাসের অভিশাপ, বিষ বাতাসে নিভে যায় ১৫ হাজার প্রাণ