Nirmala Sitharaman Forms National Infrastructure Pipeline: ৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি, আগামী ৫ বছরের প্রকল্পের জন্য ১০৫ লক্ষ কোটি বরাদ্দ করল কেন্দ্র

আগামী পাঁচ বছরে দেশে কি কি নতুন প্রকল্প তৈরি হবে। তা ইতিমধ্যেই ঠিক করে ফেলেছে কেন্দ্রের বিজেপি সরকার। এবং সেই প্রকল্পগুলির বাস্তবায়নের জন্য বছরের শেষ দিনেই পরিকল্পনা খাতে (NIP) ১০৫ লক্ষ কোটি টাকা বরাদ্দও ঘোষণা করে ফেলল কেন্দ্র। দেশকে ৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হিসেবে গড়ে তোলার এই পদক্ষেপে কাণ্ডারীর ভূমিকা নিচ্ছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Union Finance Minister Nirmala Sitharaman)। তিনি মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিলেন সেই কথা। ২০১৯ এর সেপ্টেম্বরে কেন্দ্র থেকে একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। এদের কাজ আগামী ৫ বছরে দেশের যাবতীয় সম্ভাব্য প্রকল্পের তদারকি করা।

নির্মলা সীতারমণ (Photo Credit: PTI)

নতুন দিল্লি, ৩১ ডিসেম্বর: আগামী পাঁচ বছরে দেশে কি কি নতুন প্রকল্প তৈরি হবে। তা ইতিমধ্যেই ঠিক করে ফেলেছে কেন্দ্রের বিজেপি সরকার। এবং সেই প্রকল্পগুলির বাস্তবায়নের জন্য বছরের শেষ দিনেই পরিকল্পনা খাতে (NIP) ১০৫ লক্ষ কোটি টাকা বরাদ্দও ঘোষণা করে ফেলল কেন্দ্র। দেশকে ৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হিসেবে গড়ে তোলার এই পদক্ষেপে কাণ্ডারীর ভূমিকা নিচ্ছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Union Finance Minister Nirmala Sitharaman)। তিনি মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিলেন সেই কথা। ২০১৯ এর সেপ্টেম্বরে কেন্দ্র থেকে একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। এদের কাজ আগামী ৫ বছরে দেশের যাবতীয় সম্ভাব্য প্রকল্পের তদারকি করা। এই টাস্ক ফোর্সের দায়িত্বে রয়েছেন অর্থনীতি বিষয়ক সচিব।

অর্থমন্ত্রী জানিয়েছেন, শক্তি, রেলওয়ে, নগরায়ন, সেচ, শিক্ষা ও স্বাস্থ্যক্ষেত্রে এই টাকা বিনিয়োগ করা হবে। শক্তিক্ষেত্রে ২৫ লক্ষ কোটি, সড়ক নির্মাণে ২০ লক্ষ কোটি ও রেলে ১৪ লক্ষ কোটির প্রকল্পের কথা ভাবা হয়েছে বলে জানিয়েছেন তিনি। এই বিনিয়োগ ২০২৫ সালের মধ্যে ভারতকে ৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হিসেবে তুলে ধরতে সাহায্য করবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি। আগামী দিনে কেন্দ্র, রাজ্য এবং বেসরকারি বিনিয়োগ সংস্থার মধ্যে সমন্বয়, পরিকল্পনা এবং বাস্তবায়নের জন্য ‘ন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার পাইপলাইন’ তৈরির ভাবনাও রয়েছে কেন্দ্রীয় সরকারের। আরও পড়ুন-Air India Disinvestment Plan Confirmed: আবুধাবির বিমান সংস্থা আগ্রহী, দেনার দায়ে নতুন বছরেই বেসরকারি মালিকানাধীনে এয়ার ইন্ডিয়া

মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী মনে করিয়ে দেন যে স্বাধীনতা দিবসের ভাষণে পরিকাঠামো খাতে ১০০ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করা হবে বলে জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চার মাসের সংক্ষিপ্ত সময়ে ৭০ জন স্টেক হোল্ডারের (70 different stakeholders) সঙ্গে আলোচনার পর ১০১ লক্ষ কোটির প্রকল্প বাস্তবায়িত করার জন্য একটি টাস্ক ফোর্সও তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন নির্মলা সীতারমণ। একইসঙ্গে আরও ৩ লক্ষ কোটির অন্য প্রকল্পও আসতে চলেছে বলে জানিয়েছেন তিনি।

 

 



@endif