Arvind Kejriwal: ক'দিনের মধ্যেই গ্রেফতার হবেন কেজরিওয়াল! আশঙ্কা করে ফের সরব আপ

INDIA-জোট ছেড়ে বেরিয়ে না এলে অরবিন্দ কেজরিওয়ালকে অন্যায়ভাবে গ্রেফতার করা হবে। এমন আশঙ্কার কথা গতকাল, বৃহস্পতিবার জানিয়েছিল আম আদমি পার্টি।

Arvind Kejriwal (Photo Credit: Instagram)

নতুন দিল্লি, ২৩ ফেব্রুয়ারি: INDIA-জোট ছেড়ে বেরিয়ে না এলে অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)-কে অন্যায়ভাবে গ্রেফতার করা হবে। এমন আশঙ্কার কথা গতকাল, বৃহস্পতিবার জানিয়েছিল আম আদমি পার্টি (Aam Admi Party)। আপ ঘোষণা করে, বিজেপি যতই ভয় দেখাক পঞ্জাব ছাড়া সর্বত্র তারা ইন্ডিয়া জোটে আসন সমঝোতায় আগ্রহী।

আর এবার আপ আশঙ্কাপ্রকাশ করে জানাল, আজ, শুক্রবার সন্ধ্যার মধ্যে কেজরিওয়ালকে নোটিশ পাঠাবে সিবিআই। তারপর ক দিন পরেই তাঁকে গ্রেফতার করা হবে। লোকসভা নির্বাচনের আগে যাতে কেজরিওয়াল কিছুতেই প্রচার না করতে পারেন সেই চেষ্টাই বিজেপি করছে বলে আপ-এর অভিযোগ।

দেখুন খবরটি

দিল্লির আবগারি কাণ্ডের তদন্তে কেজরি বারবার তলব করার পরেও তিনি জাননি। তিনি গেলেই গ্রেফতার করা হবে বলে আশঙ্কা আপ প্রধানের। দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোয়িদায় দীর্ঘদিন ধরে আবগারি দুর্নীতি মামলায় জেল খাটছেন। কেজরি মন্ত্রিসভার আরও এক সদস্য সত্যেন্দ্র জৈনও বছর দুয়েক ধরে জেলবন্দি। ক দিন আগেই ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় হিমন্ত সোরেনকে গ্রেফতার করে ইডি।