Arvind Kejriwal: রাজনৈতিক গুরুদের খুশি করতেই মণীশ সিসোদিয়াকে গ্রেফতার সিবিআইয়ের, দাবি কেজরিওয়ালের

দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার সিবিআইয়ের গ্রেফতার করা নেই উত্তপ্ত রাজধানীর রাজনীতি। মদের দোকানে লাইসেন্স প্রদানে দুর্নীতির অভিযোগে মণীশের গ্রেফতারের বিরোধিতায় রাস্তায় নেমেছে আম আদমি পার্টি।

Arvind Kejriwal, Manish Sisodia (Photo Credit: File Photo)

দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার সিবিআইয়ের গ্রেফতার করা নেই উত্তপ্ত রাজধানীর রাজনীতি। মদের দোকানে লাইসেন্স প্রদানে দুর্নীতির অভিযোগে মণীশের গ্রেফতারের বিরোধিতায় রাস্তায় নেমেছে আম আদমি পার্টি। রবিবার গ্রেফতারির আগে থেকে আপ নেতা-কর্মী-সমর্থকরা নিশ্চিত হয়ে যান এদিন মণীশকে হেফাজতে নেওয়া হবে। সকালে সিবিআইয়ের সদর দফতরে মণীশ রওনা হওয়ার আগেই দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ প্রধান টুইট করেন, তাঁর পরিবারের পাশে থাকার।

এদিন, মণীশের গ্রেফতারি নিয়ে চাঞ্চল্যকর কথা বললেন অরবিন্দ কেজরিওয়াল। কেজরি টুইটারে লিখলেন, আমি শুনেছি মণীশের গ্রেফতারি নিয়ে সিবিআইয়ের বেশীরভাগ অফিসাররাই একমত নন। অনেকেই সেটার বিরোধিতা করেছেন। ওদের সবার মণীশের ওপর গভীর শ্রদ্ধা আছে। পাশাপাশি ওর বিরুদ্ধে কোনও প্রমাণও নেই। কিন্তু রাজনৈতিক চাপের জন্য এবং তাদের রাজনৈতিক গুরুদের খুশি করার জন্য ওরা মণীশকে গ্রেফতার করতে বাধ্য হয়েছে।"আরও পড়ুন-সিনিয়রদের বিরুদ্ধে 'Ragging'-এর অভিযোগ, ফের নির্মম পরিণতি মেডিকেল পড়ুয়ার

দেখুন টুইট

সারাদিন জল্পনা, চাপানউতোর, আপ সমর্থকদের বিরোধিতার পর রবিবার সন্ধ্যায় দীর্ঘক্ষণ জেরার করার পর দিল্লির উপমুখ্যমন্ত্রীকে গ্রেফতার (arrest) করেছিল সিবিআই। তাঁর সরকারের ডেপুটিকে এভাবে গ্রেফতার করার ঘটনায় কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করেছিলেন অরবিন্দ কেজরিওয়াল (Delhi CM Arvind Kejriwal )। বলেন, "মনীশ নির্দোষ। নোংরা রাজনীতির (dirty politics) কারণে তাঁকে গ্রেফতার করা হয়েছে। মণীশকে গ্রেফতার করার জন্য প্রচুর মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সবাই সব দেখছে... আমাদের লড়াই আরও শক্তিশালী হবে।"



@endif