Madhya Pradesh: বাবা,মা বেরিয়ে যেতেই ২ বছরের শিশুকে নির্মমভাবে মারধর আয়ার, মধ্যপ্রদেশের ঘটনায় চাঞ্চল্য
ঘরে সিসিটিভি বসাতেই ধরা পড়ে, ছেলের জন্য রাখা আয়া তাকে মারধর শুরু করেছে। কান ধরে টানা থেকে শুরু করে, চড়, থাপ্পড় কোনওকিছুই বাদ পড়ছে না বলে দেখা যায়।
জবলপুর, ১৫ জুন: চাকরির (Job) জন্য বেরিয়ে যেতেন দুজনে সকাল সকাল। সেই কারণে বাচ্চাকে সব সময় দেখাশোনার জন্য আয়া (Babysitter ) রেখেছিলেন মা, বাবা। ২ বছরের শিশুকে রেখে বাবা, মা অফিসে যেতেন নিয়মিতভাবে। ৪ মাস আগে আয়া রাখার পর থেকে তাঁদের সন্তান ক্রমশ চুপচাপ হয়ে পড়ছিল। এমন ছবি ধরা পড়ছিল মা, বাবার চোখে। এরপর তাঁরা বছর দুয়ের ছেলেকে নিয়ে চিকিৎসকের কাছে যান। যেখানে গিয়ে ধরা পড়ে, শিশুটি শারীরিক দিক থেকে অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে। কিছু খেতে যেমন চাইথছে না, তেমনি পেটও ফুলে যাচ্ছে। কিন্তু কেন তাঁদের ছেলের সঙ্গে এমন হচ্ছে, তা বুঝে উঠতে পারছিলেন না বাবা, মা।
এরপর বাড়িতে সিসিটিভি বসানোর সিদ্ধান্ত নেন মধ্যপ্রদেশের (Madhya Pradesh) জব্বলপুরের ওই দম্পতি। ঘরে সিসিটিভি বসাতেই ধরা পড়ে, ছেলের জন্য রাখা আয়া তাকে মারধর শুরু করেছে। কান ধরে টানা থেকে শুরু করে, চড়, থাপ্পড় কোনওকিছুই বাদ পড়ছে না বলে দেখা যায়। এরপরই জব্বলপুরের ওই দম্পতি সিসিটিভি ফুটেজ নিয়ে পুলিশের দ্বারস্থ হন।
আরও পড়ুন: Uttar Pradesh: পুলিশের উপর পাথর ছুঁড়লে, রেয়াত করা হবে না ১৮-র কম বয়সীদের, কড়া যোগী সরকার
সমস্ত কিছু খতিয়ে দেখে পুলিশ রজনী চৌধুরী নামে বছর ৩০-এর ওই আয়াকে গ্রেফতার করে।