India-Maldives Row: মালদ্বীপের টিকিট বাতিল করলেই বিনামূল্যে গরম ছোলে ভাটুরে পড়বে পাতে

'বয়কট মালদ্বীপ' এই প্রচারে অংশ নিয়েছে নয়ডার এই রেস্তোরাঁ। সেখানেই আপনি মালদ্বীপের টিকিট বাতিল করেছেন, দেখালে স্পেশাল ছোলে ভাটুরে আপনার পাতে তুলে দেবে নয়ডার এই রেস্তোরাঁ।

Chole Bhature (Photo Credit: File Photo)

নয়ডা, ১৯ জানুয়ারি: ভারত (India), মালদ্বীপ (Maldives) দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েন যখন জোরদার শুরু হয়েছে, সেই সময় উত্তরপ্রদেশের নয়ডার (Noida) এই রেস্তোরাঁ অদ্ভুদ প্রচার শুরু করেছে। নয়ডার এই রেস্তোরাঁর তরফে জানানো হয়, যদি কেউ মালদ্বীপের টিকিট বাতিল করে, লাক্ষাদ্বীপে যাওয়ার তোড়জোড় করেন, তাহলে তাঁকে বিনামূল্যে ছোলে ভাটুরে খাওয়ানো হবে। মালদ্বীপের টিকিট বিতাল করলেই নয়ডার এই রেস্তোরাঁ বিনামূল্যে ছোলে ভাটুরে খাওয়াবে বলে জানায়।

আরও পড়ুন: India-Maldives Row: ভারত, মালদ্বীপ ইস্যুতে সমাধান খোঁজার চেষ্টা চলছে, জানাল বিদেশ মন্ত্রক

'বয়কট মালদ্বীপ' এই প্রচারে অংশ নিয়েছে নয়ডার এই রেস্তোরাঁ। সেখানেই আপনি মালদ্বীপের টিকিট বাতিল করেছেন, দেখালে স্পেশাল ছোলে ভাটুরে আপনার পাতে তুলে দেবে নয়ডার এই রেস্তোরাঁ।

সম্প্রতি ওই রেস্তোরাঁ ক্রতৃপক্ষের তরফে জানানো হয়, লাক্ষাদ্বীপ যাতে আরও পরিচিতি পায়, মানুষে যাতে বেশি করে সেখানে বেড়াতে যান, মালদ্বীপের টিকিট বাতিল করে, তার জন্যই এই পদক্ষেপ করা হয়েছে।