Bus Overturned In Ambaji: গুজরাটে মাঝরাস্তায় বাস উল্টে জখম ৩৫, দুর্ঘটনাস্থলের ভিডিয়ো

রবিবাব একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল গুজরাটের অম্বাজি এলাকার কাছে।

Photo Credits: ANI

রবিবাব একটি বাস নিয়ন্ত্রণ (bus overturned) হারিয়ে উল্টে গেল গুজরাটের (Gujarat) অম্বাজি (Ambaji) এলাকার কাছে। খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করা হয়েছে। বাসটি অম্বাজি থেকে আনন্দের (Anand) দিকে যাচ্ছিল। চিকলা (Chikhla) এলাকার কাছে দুর্ঘটনাটি ঘটে। আরও পড়ুন: Snowfall In Gulmarg: মরসুমের প্রথম তুষারপাতের সাক্ষী হল গুলমার্গ, দেখুন অপরূপ প্রাকৃতিক দৃশ্যের ছবি

দেখুন ভিডিয়ো:

দেখুন ভিডিয়ো:

পরে এপ্রসঙ্গে বানাসকান্তার পুলিশ সুপার আস্করাজ মাকাভানা বলেন, অম্বাজি থেকে ফেরার সময় একটি পাহাড়ে ধাক্কা মারে বাসটি। এর ফলে ৩৫ জন জখম হয়েছেন। তাঁদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর জখমদের পালানপুর সিভিল হাসপাতালে আরও চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয়েছে। আরও পড়ুন: Snowfall In Gulmarg: মরসুমের প্রথম তুষারপাতের সাক্ষী হল গুলমার্গ, দেখুন অপরূপ প্রাকৃতিক দৃশ্যের ছবি