Pak Fisherman: গুজরাটের উপকূলে যন্ত্রচালিত নৌকা-সহ আটক পাকিস্তানি মৎস্যজীবী
গুজরাটের উপকূলে ভারতের দিকে থাকা স্যার ক্রিক এলাকা থেকে ইঞ্জিনচালিত কাঠের নৌকা-সহ একজন পাকিস্তানি মৎস্যজীবীকে গ্রেফতার করল বিএসএফ।
গুজরাটের (Gujarat) উপকূলে ভারতের দিকে থাকা স্যার ক্রিক (Sir Creek) এলাকা থেকে ইঞ্জিনচালিত কাঠের নৌকা (engine fitted wooden boat)-সহ একজন পাকিস্তানি মৎস্যজীবীকে (Pak fisherman) গ্রেফতার করল বিএসএফ (BSF)।
গুজরাটে সীমান্তরক্ষী বাহিনীর জনসংযোগ আধিকারিক জানান, আজকে সন্ধ্যায় ভারতীয় দিকে থাকা স্যার ক্রিক এলাকায় সন্দেহজনক কিছু রয়েছে বলে দেখতে পায় বিএসএফের নজরদারি দল। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে একজন পাকিস্তানি মৎস্যজীবীকে আটক করে বিএএসফ। জানা গেছে, ওই মৎস্যজীবী মহম্মদ খামেসা পাকিস্তানের সিন্ধ প্রদেশের সুজাওয়াল জেলার ভিল শাবান্দার এলাকার বাসিন্দা। আরও পড়ুন: Little girl Stuck In Lift: বন্ধ লিফটে ২০ মিনিট আটকে একরত্তি মেয়ে, দেখুন বাচ্চাটির অসহায় চেষ্টার ভিডিয়ো