#BoycottChapaak: JNU-তে প্রতিবাদকারী পড়ুয়াদের পাশে দাঁড়াতেই টুইটার ট্রেন্ডে দীপিকার 'ছপ্পক' বয়কট
নয়াদিল্লি, ৮ ডিসেম্বর: ৭ জানুয়ারি, সন্ধে ৭.৪৫, জেএনইউ-তে পা রাখলেন দীপিকা পাড়ুকোন(Deepika Padukone)। কালো রংয়ের জ্যাকেটে দীপিকার মুখ ছিল থমথমে। অফিসিয়াল স্টেটমেন্ট কিছুই রাখেননি তিনি। শুধু আক্রান্তকারীদের সঙ্গে একলাইনে দাঁড়িয়ে রইলেন চুপচাপ। দেখা করে 'হাতজোড়' করে নমস্কার করেন জেএনইউএসইউ-এর সভাপতি ঐশী ঘোষের সঙ্গে। সেদিনই বিশ্ববিদ্যালয়ে যান কানাহাইয়া কুমারও। ঘটনাটির পরই নেটিজেনদের বিতর্কের মুখে পড়েন দীপিকা পাড়ুকোন। 'ছপ্পক'(Chhapaak) বয়কটের ট্রেন্ড চলছে টুইটার জুড়ে। আরও পড়ুন: Shatabdi Express: শতাব্দী এক্সপ্রেসের পাউরুটি খেয়ে সুরাটে অসুস্থ ৩৫ মহিলা!
তবে অনেকেই দীপিকার এই সাহসী পদক্ষেপের সমর্থন জানিয়েছেন। নিজের টুইটার ডিপি বদলেছেন অনুরাগ কাশ্যপ। পাশাপাশি টুইটেও মন জয় করেছেন তিনি সবার। অনুরাগের পাশাপাশি টুইট করেন স্বরা ভাস্কর, হিমা কুরেশি, সোনাক্ষী সিনহা এবং 'ছপ্পক'-এ দীপিকার সহ-অভিনেতা বিক্রান্ত মেসি।