Pakistani Fishermen: ২০২২ সালে ভূজ উপকূল থেকে ২২ জন পাকিস্তানি মৎস্যজীবীকে ধরছে BSF

তবে শুধু পাকিস্তানি মৎস্যজীবীকে আটক করা বা নৌকা আটক করা নয়, ভারত-পাকিস্তানের ৭৪১৯ কিলোমিটার এলাকাজুড়ে মোতায়েন বিএসফ ২৫০ কোটি টাকার ৫০ প্যাকেট হেরোইন ও ২.৪৯ কোটি টাকার চরস।

গুজরাটে ধৃত পাকিস্তানি নৌকা (Photo Credits: ANI)

নয়াদিল্লি: ২০২২ সালে গুজরাটের (Gujarat) ভূজ সেক্টরের (Bhuj sector) হারামি নাল্লা (Harami Nalla) ও স্যার ক্রিকস (Sir Creeks) এলাকার বিভিন্ন দুর্গম খাঁড়ি (difficult terrain) থেকে ২২ জন পাকিস্তানি মৎস্যজীবীকে (Pakistani fishermen) আটক (Apprehended) করেছে সীমান্তরক্ষী বল বা বর্ডার সিকিউরিটি ফোর্স (Border Security Force)। বাজেয়াপ্ত (seized) করেছে ৭৯ মাছ ধরার নৌকাও।

গুজরাট ইউনিটের এই সাফল্যকে সম্মান জানিয়ে একটি বিবৃতি প্রকাশ করার হয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্সের সদর দপ্তর থেকে। তাতে উল্লেখ করা হয়েছে, বিএসএফ গুজরাট স্থায়ী আস্তনা তৈরি করে স্যার ক্রিক ও হারামি নাল্লা এলাকায় নিজেদের আরও শক্তিশালী করেছে।

তবে শুধু পাকিস্তানি মৎস্যজীবীকে আটক করা বা নৌকা আটক করা নয়, ভারত-পাকিস্তানের ৭৪১৯ কিলোমিটার এলাকাজুড়ে মোতায়েন বিএসফ ২৫০ কোটি টাকার ৫০ প্যাকেট হেরোইন ও ২.৪৯ কোটি টাকার চরস।



@endif