Bomb Scare in Delhi: দিল্লিতে বোমাতঙ্ক, পরিত্যক্ত ব্যাগে আইইডি, ঘটনাস্থলে পৌঁছল বম্ব স্কোয়াড

সীমাপুরিতে বোমাতঙ্ক ছড়াতেই দিল্লি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। জানা যাচ্ছে, সীমাপুরী এলাকায় একটি পরিত্যক্ত ব্যাগ ঘিরে আতঙ্ক ছড়ায়। দিল্লি পুলিশের তরফে খবর দেওয়া হয়েছে এনএসজিকে।

Bomb Squad In Delhi (Photo Credit: Twitter/ANI)

দিল্লি, ১৭ ফেব্রুয়ারি: ফের বোমাতঙ্কে তকেঁপে উঠল দিল্লি (Delhi)। এবার দিল্লির পুরনো সীমাপুরী (Seemapuri) এলাকা কেঁপে ওঠে বোমাতঙ্কের জেরে। সীমাপুরিতে বোমাতঙ্ক ছড়াতেই দিল্লি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। জানা যাচ্ছে, সীমাপুরী এলাকায় একটি পরিত্যক্ত ব্যাগ ঘিরে আতঙ্ক ছড়ায়।  দিল্লি পুলিশের (Delhi Police) তরফে খবর দেওয়া হয়েছে এনএসজিকে।

 

দিল্লির সীমাপুরী যে পরিত্যক্ত ব্যাগ ঘিরে বোমাতঙ্ক ছড়িয়েছে, সেখানে আইইডি বিস্ফোরক রয়েছে বলে খবর। তবে সঠিক তথ্য এখনও মেলেনি। প্রসঙ্গত গত মাসের শেষে পূর্ব দিল্লির গাজিপুর ফুল বাজারে একটি পরিত্যক্ত ব্যাগ ঘিরে আতঙ্ক ছড়ায়। গাজিপুর ফুল বাজার থেকে যে পরিত্যক্ত ব্যাগটি পুলিশ উদ্ধার করে, সেখান থেকে আইইডি বিস্ফোরক বাজেয়াপ্ত করা হয়।

আরও পড়ুন:  Hijab Row: সনাতন ধর্মে নারীর পুজো হয়, যাঁরা বাড়িতে নিরাপদ নন তাঁরা হিজাব পরুন, বিতর্কিত মন্তব্য় সাধ্বী প্রজ্ঞার

দিল্লির পুরনো সীমাপুরী এলাকার একটি পুরনো বাড়ি থেকে পরিত্যক্ত ব্যাগটি উদ্ধার করা হয়। ফলে গোটা এলাকা কড়া নিরাপত্তার মোড়কে ঘিরে ফেলা হয়েছে। দিল্লির সীমাপুরীতে পৌঁচল বম্ব স্কোয়াড।