Farmers’ Tractor Rally: লালকেল্লায় পতাকা উত্তোলনকারী দীপ সিধুর সঙ্গে কোনও সম্পর্ক নেই, টুইট করলেন সানি দেওল

সাধারণতন্ত্র দিবসে লালকেল্লায় ঢুকে পড়া আন্দোলতরত কৃষকদের দলটিতে ছিলেন পাঞ্জাবের অভিনেতা দীপ সিধু। লালকেল্লার ব়্যাম্পার্টে পতাকা উত্তোলন করতে দেখা যায় দীপ সিধুকে। সেখানেই বিক্ষুব্ধ কৃষক ও কর্তব্যরত পুলিশকর্মীদের মধ্যে খণ্ডযুদ্ধও শুরু হয়ে যায়। এই ঘটনার পর বলিউড অভিনেতা সানি দেওল-সহ অনেকেই দীপ সিধুর সঙ্গে দূরত্ব বজায় রেখেছেন। এই বিপর্যয়ের পরেপরেই এক টুইট বার্তায় সানি দেওল (Sunny Deol) জানান, “লালকেল্লার ঘটনায় তিনি গভীরভাবে মর্মাহত। দীপ সিধুর সঙ্গে তিনি ও তাঁর পরিবারের কোনওরকম সম্পর্ক নেই।”

দিল্লিতে কৃষক বিক্ষোভ . (Photo Credits: ANI)

নতুন দিল্লি, ২৭ জানুয়ারি: সাধারণতন্ত্র দিবসে লালকেল্লায় ঢুকে পড়া আন্দোলতরত কৃষকদের দলটিতে ছিলেন পাঞ্জাবের অভিনেতা দীপ সিধু। লালকেল্লার ব়্যাম্পার্টে পতাকা উত্তোলন করতে দেখা যায় দীপ সিধুকে। সেখানেই বিক্ষুব্ধ কৃষক ও কর্তব্যরত পুলিশকর্মীদের মধ্যে খণ্ডযুদ্ধও শুরু হয়ে যায়। এই ঘটনার পর বলিউড অভিনেতা সানি দেওল-সহ অনেকেই দীপ সিধুর সঙ্গে দূরত্ব বজায় রেখেছেন। এই বিপর্যয়ের পরেপরেই এক টুইট বার্তায় সানি দেওল (Sunny Deol) জানান, “লালকেল্লার ঘটনায় তিনি গভীরভাবে মর্মাহত। দীপ সিধুর সঙ্গে তিনি ও তাঁর পরিবারের কোনওরকম সম্পর্ক নেই।” এদিকে লালকেল্লার ব়্যাম্পার্টে যখন পতাকা তুলছিলেন দীপ সিধু, তখন ফেসবুকে লাইভও করেন তিনি। আরও পড়ুন-US Female Soldiers: মার্কিন মহিলা সেনানিরা লম্বা চুলে পনিটেল বাঁধতে পারেন, হতে পারেন ন্যাড়া

এই প্রসঙ্গে ভারতীয় কিষাণ সংগঠনের হরিয়ানা প্রধান গুরনাম সিং চৌধুরি দীপ সিধুর দিকেই অভিযোগের আহুল তুলেছেন। তিনি বলেছেন, “আন্দোলনকারীদের উসকানি দিয়ে ভুলপথে চালিত করেছেন দীপ সিধু এবং তাঁদের লালকেল্লায় নিয়ে গিয়েছেন। লালকেল্লায় আন্দোলনরত কৃষকদের নেতৃত্বে ছিলেন দীপ সিধু। কৃষকরা কখনওই সেখানে যেতে চাননি।” লালকেল্লার ঘটনার জন্য একইভাবে দীপ সিধুকেই দুষেছেন স্বরাজ অভিযানের নেতা যোগেন্দ্র যাদব।



@endif