IPL Auction 2025 Live

Kartik Aryan Congress: মধ্যপ্রদেশে কংগ্রেসের বিজ্ঞাপনী প্রচারে বলিউড তারকা কার্তিক আরিয়ান, নিজেকে কংগ্রেসি বলে পরিচয় ভুলভুলাইয়া অভিনেতার

কমলনাথের নেতৃত্বে মধ্যপ্রদেশে ভোটে নামা কংগ্রেসের নির্বাচনী প্রতিশ্রুতি বিজ্ঞাপনের মাধ্যমে তুলে ধরলেন 'ভুলভুলাইয়া টু'-র নায়ক কার্তিক।

Kartik Aryan

মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনে কংগ্রেসের বিজ্ঞাপনের ভিডিয়ো প্রচারে দেখা গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা কার্তিক আরিয়ান (Kartik Aryan)কে। কমলনাথের নেতৃত্বে মধ্যপ্রদেশে ভোটে নামা কংগ্রেসের নির্বাচনী প্রতিশ্রুতি বিজ্ঞাপনের মাধ্যমে তুলে ধরলেন 'ভুলভুলাইয়া টু'-র নায়ক কার্তিক। এইভাবে কোনও বলিউড তারকাকে দিয়ে নির্বাচনী প্রতিশ্রুতি প্রচার করতে দেখা যায়নি কোনও দলকে।

বিজ্ঞাপনটি তুলে ধরা হয়েছে মধ্যপ্রদেশে কংগ্রেসের নির্বাচনী প্রতিশ্রুতিতে দেওয়া বেশ কিছু জনমুখী প্রকল্পের কথা। কার্তিক আরিয়ান এই বিজ্ঞাপনে নিজেকে কংগ্রেসি বলে পরিচয় দিলেন। বিজ্ঞাপনটিতে দেখানো হয়েছে কার্তিক আরিয়ানের স্টারডমকেও ছাপিয়ে যাচ্ছে মধ্যপ্রদেশে কংগ্রেসের ঘোষিত জনমুখি প্রকল্প। কৃষকদের ২ লক্ষ টাকা পর্যন্ত ঋণ মকুব, ২ লক্ষ সরকারী চাকরি, মহিলাদের প্রতি মাসে ১৫০০ টাকা ভাতা, বয়স্ক-আদিবাসীদের জন্য বিশেষ সুবিধার কথা কংগ্রেসের এই বিজ্ঞাপনে তুলে ধরা হয়েছে। বিজ্ঞাপনের শেষে বলা হয়েছে, দু:খের দিন এবার শেষ হবে, কারণ ৩ ডিসেম্বর কমলনাথই আসবেন। আরও পড়ুন-গত ২৪ ঘণ্টায় ২ বার, জম্মু কাশ্মীরের ইদগাঁয়ের পর পুলওয়ামা, জঙ্গিদের গুলিতে নিহত পরিযায়ী শ্রমিক

কমলনাথের ছেলে নকুলনাথ বলিউডে বেশ কিছু কাজ করেছেন। কার্তিক আরিয়ানের সঙ্গে নকুলনাথের সম্পর্ক বেশ ভাল। কংগ্রেসের এই বিজ্ঞাপনে পুরোপুরি রাজ্য সভাপতি তথা মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কমলনাথকে ফোকাস করেই করা হয়েছে। সোনিয়া গান্ধী, সভাপতি মল্লিকার্জন খাড়গে, রাহুল গান্ধী-দের ছবি ব্যবহার করা হয়নি।

দেখুন ভিডিয়ো

প্রসঙ্গত, মধ্যপ্রদেশে ২৩০টি বিধানসভা আসনে আগামী ১৭ নভেম্বর এক দফায় ভোটগ্রহণ হবে। জনমত সমীক্ষায় বিজেপির শিবরাজ সিং চৌহানের সরকারকে সরিয়ে কংগ্রেসের ক্ষমতায় আসার কথাই বলা হচ্ছে। প্রচারেও এগিয়ে আছে কংগ্রেস, এমনটাই বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।