Black Fungus: 'ব্ল্যাক ফাঙ্গাস রুখতে স্টেরয়েডের ব্যবহার নিয়ন্ত্রিত করুন'

অরবিন্দ কেজরিওয়াল

দিল্লি, ২০ মে: করোনার (Corona) সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ব্ল্যাক ফাঙ্গাসের আতঙ্ক। করোনা থেকে সেরে ওঠার পর রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলেই হানা দিচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস (Black Fungus)। করোনার মধ্যে ফাঙ্গাল ইনফেকশন রুখতে কম করে স্টেরয়েড ( Steroids ) ব্যবহার করুন। করোনা (COVID 19) থেকে সুস্থ করতে চিকিৎসকরা যে হারে স্টেরয়েড ব্যবহার করছেন, তার জেরেই ব্ল্যাক ফাঙ্গাস বেশি করে হানা দিচ্ছে বলে বলে মন্তব্য করেন দিল্লির মুখ্যমন্ত্রী (Delhi CM)।

পাশাপাশি স্টেরয়েডে মাত্রা বেড়ে গেলে, তা সুগারের সঙ্গে মিলে ক্ষতিকর ব্ল্যাক ফাঙ্গাসের জন্ম দিচ্ছে রোগীর শরীরে। তাই করোনা আক্রান্তদের সুস্থ করতে, স্টেরয়েডের ব্যবহার চিকিৎসকরা নিয়ন্ত্রণে রাখুন বলেও আবেদন করেন দিল্লির মুখ্যমন্ত্রী।

 

আরও পড়ুন: White Fungus: ব্ল্যাক ফাঙ্গাসের পর হানা হোয়াইট ফাঙ্গাসের, সাবধান, সাদা ছত্রাক কাড়তে পারে প্রাণ

পাশাপাশি ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্তদের চিকিৎসায় কেন্দ্র যাতে পর্যাপ্ত ওষুধের ব্যবস্থা করে, সে বিষয়েও আবেদন জানান কেজরিওয়াল। ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্তদের চিকিৎসায় দিল্লিতে ৩টি হাসপাতালকে তৈরি রাখা হয়েছে বলে জানান অরবিন্দ কেজরিওয়াল।