Navjot Singh Sidhu: পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে 'বড় ভাই' বলছেন সিধু, ট্যুইট বিজেপির মালব্যর

অমিত মালব্য অভিযোগ করেন, রাহুল গান্ধীর প্রিয় পাত্র নভজ্যোত সিং সিধু পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে 'বড় ভাই' বলে সম্মোধন করেন। পাকিস্তানের সেনা আধিকারিক জেনারেল বাজওয়াকেও অভিবাদন করতে দেখা যায় সিধুকে।

Navjot Singh Sidhu, Imran Khan (Photo Credit: Instagram, Twitter)

দিল্লি, ২০ নভেম্বর: নভজ্যোত সিং সিধুকে নিয়ে বিজেপির অমিত মালব্যর (Amit Malviya) একটি ট্যুইট ঘিরে জোর শোরগোল শুরু হয়েছে। শনিবার অমিত মালব্য নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি ট্য়ুইট করেন। যেখানে নভজ্যোত সিং সিধুকে (Navjot Singh Sidhu ) দেখা যাচ্ছে, একজন পাকিস্তানি আধিকারিকের অভিবাদন গ্রহণ করতে। যে ভিডিয়ো প্রকাশ্যে আসতেই কার্যত ক্ষেপে ওঠেন অমিত মালব্য। নিজের সোশ্যাল হ্যান্ডেলে অমিত মালব্য সিধুর ভিডিয়ো শেয়ার করেন। যেখানে সিধু পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানকে 'বড় ভাই' বলে বর্ণনা করেন।

অমিত মালব্য অভিযোগ করেন, রাহুল গান্ধীর প্রিয় পাত্র নভজ্যোত সিং সিধু পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে 'বড় ভাই' বলে সম্মোধন করেন। পাকিস্তানের সেনা আধিকারিক জেনারেল বাজওয়াকেও অভিবাদন করতে দেখা যায় সিধুকে। রাহুল গান্ধী কি শেষ পর্যন্ত পাকিস্তানপ্রেমী সিধুকে পছন্দ করে দায়িত্ব দেবেন না অমরিন্দ্র সিংকে? নিজের ট্যুইটে এমন প্রশ্নও তুলতে দেখা যায় অমিত মালব্যকে।

দেখুন সেই ভিডিয়ো...

আরও পড়ুন:  Jammu And Kashmir: ফের উত্তপ্ত জম্মু কাশ্মীর, কুলগামে সেনা বাহিনীর গুলিতে ঝাঁঝরা পাক জঙ্গি

শনিবার কাতারপুর গুরুদ্বার খুললে সেখানে হাজির হন নভজ্যোত সিং সিধু। এক পাকিস্তানি আধিকারিককে দেখা যায়, সিধুকে অভিনন্দন জানাতে। পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানের হয়ে তিনি সিধুকে অভিবাদন জানাচ্ছেন বলে ওই পাক আধিকারিককে মন্তব্য করতে দেখা যায়। যার প্রেক্ষিতে নভজ্যোত সিং সিধু পালটা বলেন, ইমরান খান তাঁর বড় ভাই। তাই যেভাবে তাঁকে অভিবাদন জানাতে হয়, তার জন্য পালটা ধন্যবাদ জানান সিধু।

প্রসঙ্গত ২০১৮ সালে ইমরান খানের শপথের সময় পাকিস্তানে যান নভজ্যোত সিং সিধু। ওই সময়ও জেনারেল বাজওয়াকে আলিঙ্গন করতে দেখা যায়। যা নিয়ে ওই সময় জোর শোরগোল শুরু হয়ে যায়।