PM Modi's 70th Birthday: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭০-তম জন্মদিন উপলক্ষে এই মন্দিরে ৭০ কিলোর লাড্ডু সহযোগে পুজোর আয়োজন

রাত পোহালেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭০-তম জন্মদিন (PM Modi's 70th Birthday)। এই উপলক্ষে তামিলনাড়ুর বিজেপি সমর্থকরা কোয়েম্বাটোরের শিবমন্দিরে ৭০ কিলো ওজনের লাড্ডু সহযোগে পুজো দিলেন। ঘটনাটি কোয়েম্বাটোরের শিবান কামাতচি আম্মান মন্দিরের। সমর্থকরা জানিয়েছেন, পুজোর পর প্রসাদ হিসেবে ওই লাড্ডু জনসাধারণের মধ্যে বিতরণ করা হবে। প্রধানমন্ত্রীর ৭-তম জন্মদিনকে স্মরণীয় করে রাখতেই স্থানীয় বিজেপি কর্মীরা এই উদ্যোগ নিয়েছেন। নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে শোভাযাত্রা বের করবে কোয়েম্বাটোরের বিজেপি সমর্থকরা। সেই শোভাযাত্রা ওই শিব মন্দিরের বাইরে এসে শেষ হবে। তারপর প্রধানমন্ত্রীর নামে পুজো পর্ব মিটলে ৭০ কেজির লাড্ডু প্রসাদ হিসেবে সবাইকেই দেওয়া হবে।

বিজেপি সমর্থকদের ঊৎসর্গ ৭০ কেজির লাড্ডু (Photo Credits: ANI)

কোয়েম্বাটোর, ১৬ সেপ্টেম্বর: রাত পোহালেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭০-তম জন্মদিন (PM Modi's 70th Birthday)। এই উপলক্ষে তামিলনাড়ুর বিজেপি সমর্থকরা কোয়েম্বাটোরের শিবমন্দিরে ৭০ কিলো ওজনের লাড্ডু সহযোগে পুজো দিলেন। ঘটনাটি কোয়েম্বাটোরের শিবান কামাতচি আম্মান মন্দিরের। সমর্থকরা জানিয়েছেন, পুজোর পর প্রসাদ হিসেবে ওই লাড্ডু জনসাধারণের মধ্যে বিতরণ করা হবে। প্রধানমন্ত্রীর ৭-তম জন্মদিনকে স্মরণীয় করে রাখতেই স্থানীয় বিজেপি কর্মীরা এই উদ্যোগ নিয়েছেন। নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে শোভাযাত্রা বের করবে কোয়েম্বাটোরের বিজেপি সমর্থকরা। সেই শোভাযাত্রা ওই শিব মন্দিরের বাইরে এসে শেষ হবে। তারপর প্রধানমন্ত্রীর নামে পুজো পর্ব মিটলে ৭০ কেজির লাড্ডু প্রসাদ হিসেবে সবাইকেই দেওয়া হবে। জন্মদিনের অংশ হিসেবে গত এক সপ্তাহ ধরে এলাকায় বিভিন্ন ধরনের জনকল্যাণ মূলক কাজ করেছেন বিজেপি সমর্থকরা। আরও পড়ুন-Bangladesh: পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা তোলা হোক, ভারতকে আর্জি জানালো বাংলাদেশ

জানা গিয়েছে, রক্তদান শিবিরের আয়োজন হয়েছে। গরিব দুঃখীদের মধ্যে রেশন বিলি করা হয়েছে। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ওই এলাকায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজনও করে বিজেপি। এর আগেই প্রধানমন্ত্রীর ৭০-তম জন্মদিন উপলক্ষে গত ১৪ সেপ্টেম্বর বিজেপি ‘সেবা সপ্তাহ’ নামে একটি প্রকল্পের সূচনা করে। এই প্রকল্পের অধীনে দেশজুড়ে বিজেপির দলীয় নেতা, কর্মী সমর্থকরা সবাই মিলে বিভিন্ন জনকল্যাণকর কর্মকাণ্ডের উদ্যোগ নিয়েছেন। উত্তরপ্রদেশের গৌতমবুদ্ধ নগরের ছাপারৌলি গ্রামে প্রথম এই ‘সেবা সপ্তাহ’ প্রকল্পের সূচনা করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জয় প্রকাশ নাড্ডা। ১৭ তারিখ নরেন্দ্র মোদির জন্মদিন। আর দেশজুড়ে এই ‘সেবা সপ্তাহ’ প্রকল্প চলবে আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত।