Delhi: দিল্লিতে প্রকাশ্যে খুন বিজেপি কর্মী

দিল্লিতে (Delhi) খুন এক বিজেপি কর্মী (BJP Worker)। বুধবার দিল্লির মান্দাওয়ালিতে ঘটনাটি ঘটে। মৃত বিজেপি কর্মীর নাম রাহুল নগর (Rahul Nagar)। বলে পুলিশ সূত্রে খবর। স্থানীয় এক বিজেপি নেতার দাবি, ওই ব্যক্তি বিজেপি কর্মী ছিলেন। রাহুলের সঙ্গে থাকা এক সঙ্গী গুলির আঘাতে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।

গুলি/ প্রতীকী ছবি (Photo Credits: IANS)

নয়াদিল্লি, ৩ জুন: দিল্লিতে (Delhi) খুন এক বিজেপি কর্মী (BJP Worker)। বুধবার দিল্লির মান্দাওয়ালিতে ঘটনাটি ঘটে। মৃত বিজেপি কর্মীর নাম রাহুল নগর (Rahul Nagar)। বলে পুলিশ সূত্রে খবর। স্থানীয় এক বিজেপি নেতার দাবি, ওই ব্যক্তি বিজেপি কর্মী ছিলেন। রাহুলের সঙ্গে থাকা এক সঙ্গী গুলির আঘাতে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। আরও পড়ুন: Sujit Bose: করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন সুজিত বসু 

২০১৭ সালে বিনোদ নগর এলাকার পুরসভা নির্বাচনে কংগ্রেসের হয়ে নির্বাচনে লড়েন রাহুল নগর। কিন্তু সেই ভোটে গো-হারা হারেন তিনি। এরপরই বিজেপিতে যোগ দেন রাহুল। বিজেপির স্থানীয় নেতা সূত্রে খবর। বুধবার সকাল সাড়ে সাতটায় ঘটনাটি ঘটে বলে পুলিশ জানিয়েছে।

বুধবার সকালে বাড়ির সামনেই কাজ করছিলেন রাহুল। আচমকাই একদল অজ্ঞাতপরিচয় লোক আক্রমণ করে রাহুলের উপর। গুলির আওয়াজ পেতেই রাহুলের বাড়ির লোকজন এবং আশেপাশের বাড়ি থেকে সকলে বেরিয়ে এসে দেখেন, রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে রয়েছেন তিনি। তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে আসা হয় তাঁকে। কিন্তু চিকিৎসকেরা রাহুলকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাটির তদন্তে নেমে পুলিশ জানায়, রাহুলের বিরুদ্ধে ইতিমধ্যেই হিংসা, খুনের চেষ্টা-সহ একাধিক অভিযোগ ছিল। রাস্তার সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ।