Goa: গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তকে সরাচ্ছে বিজেপি! বড় দাবি আপ-এর

উত্তরাখণ্ড, গুজরাটের মত গোয়াতেও নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী বদলাতে পারে বিজেপি। এমন দাবিই করলেন আম আদমি পার্টির শীর্ষ নেতা তথা দিল্লির উপ মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া। মনীশ সিসোদিয়ার দাবি, গোয়ায় প্রতিষ্ঠান বিরোধী হাওয়া আটকাতে মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তকে সরিয়ে দিতে চলেছে বিজেপি।

Goa CM Pramod Sawant (Photo Credits: Facebook)

নতুন দিল্লি, ২৩ অক্টোবর: উত্তরাখণ্ড, গুজরাটের মত গোয়া (Goa) তেও নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী বদলাচ্ছে বিজেপি। বৃহস্পতিবার দিদির সফর গিয়ে সরগরম গোয়ার রাজনীতিতে শুরু হল নয়া জল্পনা। এমন দাবিই করলেন আম আদমি পার্টির শীর্ষ নেতা তথা দিল্লির উপ মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া (Manish Sisodia)। মনীশ সিসোদিয়ার দাবি, গোয়ায় প্রতিষ্ঠান বিরোধী হাওয়া আটকাতে মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তকে সরিয়ে দিতে চলেছে বিজেপি (BJP)। সূত্র মারফত তিনি এমন খবর পেয়েছেন বলে মনীশ সিসোদিয়া দাবি করে বলেন, গোয়ায় প্রমোদ সাওয়ান্তের নেতৃত্বে ভোটে লড়লে হার নিশ্চিত জেনেই, নির্বাচনের মাস তিনেক আগে মতুন কাউকে মুখ্যমন্ত্রী করে তাঁর নেতৃত্বে ভোটে লড়তে চলেছে বিজেপি। গোয়ার মানুষ প্রমোদ সাওয়ান্তের কাজে খুব অখুশি বলেও তিনি দাবি করেন। আপ-এর এই দাবি গোয়ায় বিজেপিকে চাপে রাখা নাকি এটা সত্য়ি খবর তা আগামী দিনে বোঝা যাবে। তৃণমূলের মতই গোয়ায় সরকারকে গড়তে মরিয়া আম আদমি পার্টি, সেখানে জোর লড়াই চালাচ্ছে।

প্রসঙ্গত, গোয়ায় আগামী বছর বিধানসভা নির্বাচনে বিজেপিকে হারিয়ে সরকার গড়তে ঝাঁপিয়েছে তৃণমূল কংগ্রেস। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সহ বেশ কয়েকজন হাইপ্রোফাইল কংগ্রেস নেতা দলবদল করে দিদির দলে যোগ দিয়েছেন। আরও পড়ুন: জেল থেকে মুক্ত করা হোক আরিয়ানকে, শাহরুখ পুত্রের হয়ে সওয়াল অধীর চৌধুরীর

আগামী ২৮ অক্টোবর, বৃহস্পতিবার বৃহস্পতিবার দলীয় কর্মসূচিতে গোয়া (Goa) যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শনিবার তৃণমূল নেত্রী নিজেই টুইট করে একথা জানিয়েছেন। মমতা টুইটারে লিখেছেন, "আগামী ২৮ অক্টোবরের প্রথম বার গোয়া সফরের প্রস্তুতি নিচ্ছি। সব ব্যক্তি, সংগঠন এবং রাজনৈতিক দলের কাছে বিজেপি এবং তাদের বিভাজনের নীতিকে পরাস্ত করার জন্য একজোট হওয়ার আহ্বান জানাচ্ছি। গত ১০ বছরে গোয়ার আমজনতাকে অনেক দুর্ভোগ সহ্য করতে হয়েছে।" পরের টুইটে মমতা লেখেন, "যৌথ ভাবে একটি নতুন সরকার গড় আমরা গোয়ায় নতুন ভোরের সূচনা করব। গোয়ার জনগণের সেই সরকার আমজনতার প্রত্যাশা পূরণে দায়বদ্ধ থাকবে।" আরও পড়ুন:

পশ্চিমবঙ্গে তৃতীয়বার ক্ষমতায় এসে এবার অন্য রাজ্যেও সরকার গড়তে চাইছে তৃণমূল কংগ্রেস। সেই লক্ষ্যেই তারা একটু একটু করে এগিয়ে চলেছে। গোয়াতেও সরকার গড়তে নানা পদক্ষেপ নিয়েছে তৃণমূল নেতৃত্ব। গোয়ার প্রাক্তন কংগ্রেস নেতা ও মুখ্যমন্ত্রী লুইজিনহো ফ্যালিরোকে (Luizinho Faleiro) দলে নিয়েছেন তাঁরা। ইতিমধ্যেই ফ্যালিরোকে দলের সর্বভারতীয় সহ সভাপতি হিসেবে নিযুক্ত করেছে তৃণমূল।