Rahul Gandhi: ওয়েনাড়ের মানুষকে 'প্রতারিত' করছেন রাহুল গান্ধী, আক্রমণ বিজেপির

প্রাক্তন মন্ত্রী ভি মুরলীধরনও কংগ্রেসকে কটাক্ষ করেন। বলেন, ওয়েনাড় আসনটিকে কংগ্রেস গান্ধী পরিবারের আসন তৈরি করতে চাইছে। প্রিয়াঙ্কা গান্ধী অবশ্যই ওয়েনাড় থেকে লড়াই করতে পারেন তবে এক্ষেত্রে বেশ কিছু প্রশ্ন উঠছে।

Rahul Gandhi, Priyanka Gandhi With Kharge (Photo Credit: ANI/Twitter)

দিল্লি, ১৮ জুন: কেরলের (Kerala)  ওয়েনাড় (Wayanad) আসন ছাড়ছেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। কেরলের ওয়েনাড় আসন রাহুল ছাড়ায়, সেখানে উপনির্বাচন হবে। আর সেই উপনির্বাচনে লড়বেন কংগ্রেসের হয়ে প্রিয়াঙ্কা গান্ধী। সোমবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে সাংবাদিক সম্মেলন করে এই খবর জানান। কেরলের ওয়েনাড় আসন রাহুল গান্ধীর ছাড়ার কথা ঘোষণা করতেই কংগ্রেস নেতাকে আক্রমণ করা হয় বিজেপির তরফে। বিজেপির একাধিক নেতার তরফে রাহুল গান্ধীকে আক্রমণ করা হয় ওয়েনাড় আসন থেকে সরে দাঁড়ানোর জেরে। এমনকী রাহুল গান্ধী কেরলের মানুষকে 'প্রতারিত' করেছেন বলেও অভিযোগ করা হয় বিজেপির তরফে।

বিজেপির প্রাক্তন মন্ত্রী রাজীব চন্দ্রশেখর বলেন, রাহুল গান্ধী যা করেছেন, তাতে অপমান করা হয় ওয়েনাড়ের মানুষকে। এমনকী ওয়েনাড় থেকে দাঁড়ানোর আগে রাহুল গান্ধী কখনও প্রকাশ করেননি যে তিনি  ২টি আসনে লড়বেন।

আরও পড়ুন:  Robert Vadra On Priyanka Gandhi: ওয়েনাড় উপনির্বাচনে লড়বেন প্রিয়াঙ্কা গান্ধী, খবর আসতেই মুখ খুললেন রবার্ট বঢ়রা

প্রাক্তন মন্ত্রী ভি মুরলীধরনও কংগ্রেসকে কটাক্ষ করেন। বলেন, ওয়েনাড় আসনটিকে কংগ্রেস গান্ধী পরিবারের আসন তৈরি করতে চাইছে। প্রিয়াঙ্কা গান্ধী অবশ্যই ওয়েনাড় থেকে লড়াই করতে পারেন তবে এক্ষেত্রে বেশ কিছু প্রশ্ন উঠছে। এমনকী রাহুল গান্ধী যে রায়বেরিলি থেকে লড়বেন, তা নিয়ে ওয়েনাড়ের মানুষের কাছে গোপন করেছেন বলেও কংগ্রেস সাংসদের বিরুদ্ধে তোপ দাগেন রাজীব চন্দ্রশেখর।

ওয়েনাড়ের মানুষ রাহুল গান্ধীকে ভরসা করেছেন। কিন্তু জেতার পর রাহুল নিজের হাত ধুয়ে ফেলছেন ওয়েনাড় থেকে। জেতার পর ওয়েনাড় থেকে হাত গুটিয়ে রাহুল গান্ধী রায়বেরিলি চললেন বলে কেরলের ওই কেন্দ্রের মানুষকে প্রতারিত করেছেন বলেও অভিযোগ করেন প্রাক্তন মন্ত্রী রাজীব চন্দ্রশেখর।