Bihar Government Formation: আজ বিহারে চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন নীতিশ কুমার, উপমুখ্যমন্ত্রী হবেন ২ বিজেপি বিধায়ক

আজ সোমবার বিকেলে পাটনায় এনডিএ জোট সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন নীতিশ কুমার। এদিন চতুর্থবারে মতো শপথ নেবেন তিনি। উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। উপমুখ্যমন্ত্রী হবেন বিজেপির দুই বিধায়ক। তাঁর সঙ্গে শপথ নেবে বিহারের নতুন মন্ত্রিসভাও। ১৪ জন মন্ত্রী এদিন শপথ গ্রহণ করবেন। রবিবার তাঁর বাসভবনে জোটের বৈঠকের পর নীতিশ নিজেই এ কথা জানান।

Photo Credits: PTI

পাটনা, ১৬ নভেম্বর: আজ সোমবার বিকেলে পাটনায় এনডিএ জোট সরকারের মুখ্যমন্ত্রী (CM) হিসেবে শপথ নেবেন নীতিশ কুমার (Nitish Kumar)। এদিন চতুর্থবারে মতো শপথ নেবেন তিনি। উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও (Amit Shah)। উপমুখ্যমন্ত্রী হবেন বিজেপির দুই বিধায়ক। তাঁর সঙ্গে শপথ নেবে বিহারের নতুন মন্ত্রিসভাও। ১৪ জন মন্ত্রী এদিন শপথ গ্রহণ করবেন। রবিবার তাঁর বাসভবনে জোটের বৈঠকের পর নীতিশ নিজেই এ কথা জানান।

তবে মুখ্যমন্ত্রী বাছাই পর্ব মিটে গেলেও জয়ী জোটের দুই প্রধান শরিকের মধ্যে মতানৈক্য দেখা দিয়েছে উপমুখ্যমন্ত্রীর পদ ঘিরে। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব স্পষ্ট করে দেন সুশীল মোদীকে সরিয়ে অন্য কাউকে উপমুখ্যমন্ত্রী করতে চান তাঁরা। বিজেপি থেকে ২ জনকে উপমুখ্যমন্ত্রী করা হবে বলে জানা গেছে। দু'জনের নাম প্রস্তাব করা হয় তাঁরা হলেন - বর্ষীয়ান বিজেপি বিধায়ক তারকেশ্বর প্রসাদ এবং রেণু দেবী। আরও পড়ুন, রবীন্দ্র সদনে শায়িত রয়েছে প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের মরদেহ, কেওড়াতলা শ্মশানে হবে শেষকৃত্য

তবে পদ হারিয়ে ক্ষুব্ধ প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুশীল মোদি৷ টুইটারে ক্ষোভ উগরে দিয়ে তিনি লেখেন, 'আমার ৪০ বছরের রাজনৈতিক জীবনে বিজেপি এবং সঙ্ঘ পরিবার অনেক কিছু দিয়েছে। আগামী দিনেও যে দায়িত্ব দেওয়া হবে, পালন করব৷ কর্মীর পদ তো আর কেউ কাড়তে পারবে না!'