Bhojpuri Actress Suman Kumari Arrested: মুম্বইয়ে মহিলাদের দেহ ব্যবসায় নামতে বাধ্য করার অভিযোগে গ্রেফতার ভোজপুরী অভিনেত্রী সুমন কুমারী, তিন মডেল উদ্ধার

২৪ বছরের ভোজপুরী অভিনেত্রী সুমন কুমারীকে মহিলাদের (মডেল) দেহ ব্যবসায় নামতে জোর করার অভিযোগে গ্রেফতার করল মুম্বই পুলিশ।

প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

মুম্বই, ২২ এপ্রিল: ২৪ বছরের ভোজপুরী অভিনেত্রী সুমন কুমারীকে মহিলাদের (মডেল) দেহ ব্যবসায় নামতে জোর করার অভিযোগে গ্রেফতার করল মুম্বই পুলিশ। পুলিশ তিনজন মডেলকে উদ্ধার করেছে। আরও অনেকে সুমন কুমারীর সঙ্গে এই চক্রে জড়িয়ে থাকতে পারেন বলে পুলিশের অনুমান। শুরু হয়েছে তদন্ত। মুম্বই পুলিশের ক্রাইম ব্র্যাঞ্চ এমন খবর জানিয়েছে।

পুলিশ সূত্রে খবর, মুম্বইয়ের গোরগাঁওয়ের রয়াল পাম হোটেলে রমরমিয়ে দেহব্যবসা চলছে। এমন অভিযোগ পেয়ে সেখানে আচমকা হানা দেয় ক্রাইম ব্র্য়াঞ্চের বিশেষ দল। সেখান থেকে উদ্ধার করা হয় তিন মডেলকে। তাঁরা তিনজন দেহব্যবসার কাজ করছিলেন। এঁরা সবাই মুম্বইয়ে মডেলিং ও অভিনয়ের স্বপ্ন নিয়ে এসেছেন। এরপর জিজ্ঞাসাবাদের পর ২৪ বছর বয়সী ভোজপুরী সুমন কুমারীকে মহিলাদের জোর করে দেহব্যবসার অভিযোগে গ্রেফতার করা হয়। আরও পড়ুন-আতিক আহমেদের খুনিদের সঙ্গে নাথুরাম গডসের তুলনা আসাদউদ্দিন ওয়েইসির

শিল্পপতি, ব্যবসায়ী, ধনী ব্যক্তিদের মহিলার জোগান দেওয়ার কাজ করতে সুমন কুমারী। আর সেই কাজে মহিলা মডেলদের ব্যবহার করা হত, অন্য কাজের টোপ দিয়ে। লায়লা মজনু, বাপ নম্বরী বেটা দশ নম্বরী-র মত ভোজপুরী সিনেমায় অভিনয় করেন সুমন কুমারী। হিন্দি, পঞ্জাবী, ভোজপুরী মিউজিক ভিডিয়োতেও কাজ করেছে সে। সে মুম্বইতে অভিনয়ের কেরিয়ার বানানোর জন্যই আসে। কিন্তু সে সব ছেড়ে সে দেহব্যবসা চক্রে যোগ দেয়।