Rahul Gandhi: জাতীয় পতাকার পিছনে কীভাবে রাহুল গান্ধীর এত বড় কাটআউট? কংগ্রেসকে আক্রমণ কেন্দ্রীয় মন্ত্রীর

জাতীয় পতাকার পিছনে এমন কীভাবে কোনও নেতার একটি বড় কাটআউট থাকে, যা তেরঙ্গাকে ঢেকে দেয় বলে প্রশ্ন তোলেন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর। রাহুল গান্ধীর কাটআউট কীভাবে জাতীয় পতাকার চেয়ে বড় হয়, তা নিয়ে কংগ্রেস সাংসদকে কটাক্ষ করেন কেন্দ্রীয় মন্ত্রী।

Union Minister Attacks Rahul Gandhi (Photo Credit: ANI/Twitter)

শ্রীনগর, ৩০ জানুয়ারি: ভারত জোড়া যাত্রা (Bharat Jodo Yatra) উপলক্ষ্যে কাশ্মীরে (Kashmir)  রয়েছেন রাহুল গান্ধী (Rahul Gandhi) । রাহুল যখন কাশ্মীরে, সেই সময় সোমবার কংগ্রেসের দলীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা তোলা হয়। রাহুল গান্ধী জাতীয় পতাকা তুললে, তার পিছনে কংগ্রেস সাংসদের একটি বড় কাটআউট দেখা যায়। জাতীয় পতাকার পিছনে এমন কীভাবে কোনও নেতার একটি বড় কাটআউট থাকে, যা তেরঙ্গাকে ঢেকে দেয় বলে প্রশ্ন তোলেন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর। রাহুল গান্ধীর কাটআউট কীভাবে জাতীয় পতাকার চেয়ে বড় হয়, তা নিয়ে কংগ্রেস সাংসদকে কটাক্ষ করেন কেন্দ্রীয় মন্ত্রী।

আরও পড়ুন:  Rahul Gandhi: কাশ্মীরে ভারত জোড়ো যাত্রা, বরফাবৃত শ্রীনগরে প্রিয়াঙ্কার সঙ্গে খুনসুঁটি রাহুল গান্ধীর, দেখুন

রাহুল গান্ধীর বড় কাটআউট জাতীয় পতাকার পাশে দেখা অত্যন্ত বিরক্তিকর বলে মন্তব্য করেন রাজীব চন্দ্রশেখর। এসবের পাশাপাশি তিনি কংগ্রেসের পরিবারতন্ত্র নিয়ে খোঁচা দেন। ভারতবর্ষে কেন্দ্রের এমন অনেক প্রকল্প রয়েছে, তা রাহুল গান্ধীর বাবা রাজীব গান্ধী এবং তাঁর ঠাকুমা ইন্দিরা গান্ধীর নামে বলেও কটাক্ষ করেন রাজীব চন্দ্রশেখর।

সবকিছু মিলিয়ে শ্রীনগরে কংগ্রেসের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকার পিছনে রাহুল গান্ধীর ব়বড় কাটআউটের দেখা মেলায় তা নিয়ে জোরদার বিতর্ক শুরু হয়ছে।