BBC Radio Show Caller Abuses PM Modi's Mother: বিবিসি রেডিও-র লাইভে শো-তে নরেন্দ্র মোদির মা সম্পর্কে আপত্তিকর মন্তব্য, সমালোচনা নেটিজেনদের
রেডিও-র লাইভে শো-তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) মা সম্পর্কে আপত্তিকর মন্তব্য। বিতর্কে BBC-র অনুষ্ঠান 'Big Debate'। প্রধানমন্ত্রীর মা সম্পর্কে আপত্তিকর কথা বলায় সোশাল মিডিয়ায় বিবিসির বিরুদ্ধে সরব হয়েছেন নেটিজেনরা। অনেকেই এই অনুষ্ঠান বন্ধ করে দেওয়ার দাবি জানিয়েছেন।
নতুন দিল্লি, ৩ মার্চ: রেডিও-র লাইভে শো-তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) মা সম্পর্কে আপত্তিকর মন্তব্য। বিতর্কে BBC-র অনুষ্ঠান 'Big Debate'। প্রধানমন্ত্রীর মা সম্পর্কে আপত্তিকর কথা বলায় সোশাল মিডিয়ায় বিবিসির বিরুদ্ধে সরব হয়েছেন নেটিজেনরা। অনেকেই এই অনুষ্ঠান বন্ধ করে দেওয়ার দাবি জানিয়েছেন।
ইংল্যান্ডে শিখ ও ভারতীয়দের বিরুদ্ধে বর্ণবাদ নিয়ে বিতর্কের অনুষ্ঠান চলছিল। সঞ্চালক প্রিয়া রাই একাধিক শ্রোতার সঙ্গে এনিয়ে ফোনে কথা বলেন। আলোচনায় উঠে আসে তিনটি কৃষি আইনের বিরুদ্ধে দিল্লিতে চলমান বিক্ষোভের বিষয়ও। শো চলাকালীন একজন কলার প্রধানমন্ত্রী মোদির মা হীরাবেন মোদির (Heeraben Modi) বিরুদ্ধে আপত্তিকর কথা বলেন। সঞ্চালক ওই ব্যক্তির কথার প্রতিবাদ করেননি বা তাঁকে থামাননি। আরও পড়ুন: Covaxin Phase 3 Trial Result: ৮১ শতাংশ কার্যকারিতা দেখিয়েছে কোভ্যাক্সিন, জানাল ভারত বায়োটেক
এই ঘটনার একটি ভিডিও সোশাল মিডিয়া সাইট টুইটারে শেয়ার করা হয়েছিল এবং অনেকেই পোস্টটি নিয়ে মন্তব্য করেছেন। অনেকে রেডিও শো-র হোস্টের পাশাপাশি বিবিসি-র নিন্দা করেছে।