Bar Code On Medicine: নয়া নিয়ম, ওষুধে থাকবে বার কোড, না মানলে কড়া শাস্তি

ডিসিজিআই ফার্মা কোম্পানিগুলিকে কঠোরভাবে নতুন ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে বলে খবর। ডিসিজিআই-এর নির্দেশ অমান্য করলে কড়া পদক্ষেপ করা হবে বলে রিপোর্টে প্রকাশ। ভারতের সর্বোচ্চ ওষুধ নিয়ন্ত্রক ফার্মা বডি অ্যাসোসিয়েশনগুলিকে তাদের সদস্য সংস্থাগুলিকে নতুন নিয়ম মেনে চলার পরামর্শ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে ড্রাগস কন্ট্রোল জেনারেল অফ ইন্ডিয়ার তরফে।

Photo Credits: Pixabay

দিল্লি, ১ অগাস্ট: জাল ওষুধ রুখতে এবার QR কোড বাধ্যতামূলক করা হচ্ছে বেশ কিছু ওষুধের ক্ষেত্রে। রিপোর্টে প্রকাশ, সর্বোচ্চ ব্যবহৃত এমন ৩০০ ওষুধের ক্ষেত্রে বাধ্যতামূলক করা হচ্ছে বার কোড। ডিসিজিআইয়ের তরফে এই সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে। অ্যালেগ্রা, শেলকাল, ক্যালপোল, ডোলো, মেফটাল স্পাগুলির মত সর্বোচ্চ ব্যবহৃত ওষুধের ক্ষেত্রে বাধ্যতামূলক করা হচ্ছে বার কোড।

ডিসিজিআই ফার্মা কোম্পানিগুলিকে কঠোরভাবে নতুন ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে বলে খবর। ডিসিজিআই-এর নির্দেশ অমান্য করলে কড়া পদক্ষেপ করা হবে বলে রিপোর্টে প্রকাশ। ভারতের সর্বোচ্চ ওষুধ নিয়ন্ত্রক ফার্মা বডি অ্যাসোসিয়েশনগুলিকে তাদের সদস্য সংস্থাগুলিকে নতুন নিয়ম মেনে চলার পরামর্শ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে ড্রাগস কন্ট্রোল জেনারেল অফ ইন্ডিয়ার তরফে।

জানা যাচ্ছে এবার থেকে বার কোডে ওষুধের সঠিক ও জেনেরিক নাম থাকতে হবে। সেই সঙ্গে ওষুধের পরিচিতিমুলক নাম, প্রস্তুতকারকের নাম এবং ঠিকানা, ব্যাচ নম্বর, ওষুধ তৈরির তারিখ, মেয়াদ শেষ হওয়ার তারিখের উল্লেখ থাকতে হবে।