Bangladesh Unrest: বাংলাদেশে শিগগিরই ফিরুক শান্তি, সুস্থিতি, বললেন বিদেশমন্ত্রকের মুখপাত্র

বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে হাজির হন রণধীর জয়সওয়াল। সেখানে তিনি জানান, বাংলাদেশে ১৯ হাজার ভারতীয় ছিলেন, যার মধ্যে ৯ হাজার পড়ুয়া। টালমাটাল পরিস্থিতিতে বহু ভারতীয়-সহ পড়ুয়াকে দেশে ফেরানো হয়েছে।

Randhir Jaiswal (Photo Credit: ANI/Twitter)

দিল্লি, ৮ অগাস্ট : বাংলাদেশ (Bangladesh) থেকে যে ভারতীয়রা (Indian) ফিরতে চান, তাঁরা বাংলাদেশে থাকা দূতাবাসের সঙ্গে যোগাযোগ করুন। পড়শি দেশের অস্থির অবস্থার মধ্যে এমনই জানালেন বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। বাকিদের সঙ্গে সমানে ভারতীয় দূতাবাস যোগাযোগ রাখছে বলে জানান রণধীর জয়সওয়াল। সেই সঙ্গে ভারতীয় দূতাবাসের এমন বহু কর্মী রয়েছেন, যাঁরা এই মুহূর্তে অপ্রয়োজনীয়। সেই সমস্ত কর্মীদের পরিবারকে ফেরানো হয়েছে বলেও জানান বিদেশ মন্ত্রকের মুখপাত্র। পাশাপাশি বাংলাদেশে ভারতীয় দূতবাসের যে শাখাগুলি রয়েছে, সেখানকার কর্মীদের সঙ্গেও একটানা যোগাযোগ রাখা হচ্ছে বলে জানান রণধীর জয়সওয়াল (Randhir Jaiswal)।

আরও পড়ুন: Bangladesh Unrest: বাংলাদেশের সংখ্যালঘুরা কেমন আছে, নজর রাখছে ভারত, জানাল বিদেশমন্ত্রক

বিদেশ মন্ত্রকের মুখপাত্র আরও বলেন, বাংলাদেশে যাতে শিগগিরই শান্তি, সুস্থিতি ফেরে, ভারত তা সব সময় চায়। ফলে ঢাকার আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। ভারতের বন্ধু বাংলাদেশ। তাই বাংলাদেশে সুস্থিতি ফিরুক, সেই চেষ্টা ভারতের সব সময় থাকবে বলেও জানান বিদেশ মন্ত্রকের মুখপাত্র। বাংলাদেশের মানুষের ভাল সব সময়ই ভারতের তরফে চাওয়া হয় বলেও জানান রণধীর জয়সওয়াল।