Baba Ka Dhaba: দেনায় জর্জরিত, আত্মহত্যার চেষ্টা 'বাবা কা ধাবার' বৃদ্ধ কান্তা প্রসাদের
বাবা কা ধাবার জনপ্রিয়তা যখন শিখর ছুঁয়ে ফেলে, সেই সময় কান্তা প্রসাদ এবং তাঁর স্ত্রী দক্ষিণ দিল্লিতে একটি রেস্তোরাঁ খুলে ফেলেন। যার মাসিক ভাড়া ১ লক্ষ।
দিল্লি, ১৮ জুন: আত্মহত্যা করতে গেলেন 'বাবা কা ধাবার' (Baba Ka Dhaba) মালিক কান্তা প্রসাদ।দেনায় জর্জরিত হয়ে ৮০ বছর বয়সে জীবন শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেন কান্তা প্রসাদ (Kanta Prasad)। যে খবর প্রকাশ্যে আসতেই জোর শোরগোল শুরু হয়েছে। কান্তা প্রসাদের স্ত্রী বলেন, দক্ষিণ দিল্লিতে (Delhi) নতুন রেস্তোরাঁর ভাড়া মাসে ১ লক্ষ টাকা তিনি কীভাবে মেটাবেন, সেই চিন্তাতেই শেষ হয়ে যাচ্ছিলেন। তার জেরেই কান্তা প্রসাদ ঘুমের ওষুধ খান।
বাবা কা ধাবার জনপ্রিয়তা যখন শিখর ছুঁয়ে ফেলে, সেই সময় কান্তা প্রসাদ এবং তাঁর স্ত্রী দক্ষিণ দিল্লিতে একটি রেস্তোরাঁ খুলে ফেলেন। যার মাসিক ভাড়া ১ লক্ষ। রেস্তোরাঁ খোলার পর মাসে ৪০ হাজারের বেশি রোজগার হচ্ছিল না কান্তা প্রসাদের। তার জেরে বেশ কিছুদিন ধরে অবসাদে ভুগতে শুরু করেন কান্তা। ঘরের ১ লক্ষ ভাড়া কীভাবে মেটাবেন, তা বুঝে উঠতে পারছিলেন না কান্তা। রেস্তোরাঁর গ্যাস, বাসনপত্র বিক্রি করেও, টাকা জোগাড় হচ্ছিল না। তার জেরে অবসাদগ্রস্থ হয়েই কান্তা প্রসাদ জীবন শেষ করে দেওয়ার মতো পদক্ষেপ করেন বলে জানান তাঁর স্ত্রী।
আরও পড়ুন: Mukul Roy: খারিজ হোক মুকুলের বিধায়ক পদ, বিধানসভার অধ্যক্ষের কাছে আবেদন শুভেন্দুর
বর্তমানে দিল্লির সফদরগঞ্জ হাসপাতালে (Safdarjung Hospital) ভর্তি কান্তা প্রসাদ। সেখানেই তাঁর চিকিৎসা চলছে।