Ayodhya Ram Temple: রাম মন্দিরের অনুষ্ঠানে অমিতাভ, ঐশ্বরিয়ার হাজিরা নিয়ে মোদীকে খোঁচা রাহুলের
উত্তরপ্রদেশে ভারত জোড়ো যাত্রায় হাজির হয়ে রাহুল গান্ধী বলেন, যাঁরা দেশ চালান, সেই সমস্ত মানুষদের মন্দির উদ্বোধনের অনুষ্ঠান থেকে দূরে সরিয়ে রাখা হয়। অথচ অমিতাভ বচ্চন, ঐশ্বরিয়া রাইরা রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে হাজির হন।
দিল্লি, ১৯ ফেব্রুয়ারি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) আক্রমণ করতে গিয়ে রাম মন্দিরের অনুষ্ঠানে অমিতাভ বচ্চন এবং ঐশ্বরিয়ার হাজিরার বিষয়টি তুলে আনেন। উত্তরপ্রদেশে ভারত জোড়ো যাত্রায় হাজির হয়ে রাহুল গান্ধী (Rahul Gandhi) বলেন, যাঁরা দেশ চালান, সেই সমস্ত মানুষদের মন্দির উদ্বোধনের অনুষ্ঠান থেকে দূরে সরিয়ে রাখা হয়। অথচ অমিতাভ বচ্চন, ঐশ্বরিয়া রাইরা রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে হাজির হন। রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে ওবিসি, এসসি, এসটি সম্প্রদায়ের কোনও মানুষ হাজির ছিলেন না বলে দাবি করেন রাহুল গান্ধী।
আরও পড়ুন: Rahul Gandhi: ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে উত্তরপ্রদেশে প্রবেশ রাহুলের, চড়ছে উত্তাপ
রাহুলের মন্তব্য, রাম মন্দিরে যেদিন প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান হয়, সেদিন কোনও ওবিসি কিংবা এসসি, এসটি সম্প্রদায়ের মানুষ হাজির হননি। ছিলেন নরেন্দ্র মোদী, অমিতাভ বচ্চন, ঐশ্বর্যরা। যাঁরা দেশকে চালনা করেন, সেই সমস্ত মানুষদের কেউ প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে দেখেছেন কি না বলে প্রশ্ন তোলেন রাহুল।