Ayodhya Ram Temple: রাম মন্দিরে প্রবেশে কী কী বিধিনিষেধ, জানাল পুলিশ

Ayodhya Ram Temple (Photo Credit: ANI/Twitter)

২২ জানুয়ারি উদ্বোধনের পর থেকে রাম মন্দিরে কার্যত জনজোয়ার বইতে শুরু করেছে। ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধনের পর রামলালা (Ramlala) দর্শনের জন্য মানুষের ভিড় উপচে পড়তে শুরু করে। মঙ্গলবার ভোর রাত থেকেও ভিড়ের দাপটে নাজেহাল নিরাপত্তা কর্মীরা। এবার দেখা গেল একেবারে অন্য ছবি মন্দিরের সামনে। রাম মন্দিরের সামনে নিরাপত্তা বলয় ভেঙে রামলালা দর্শনের জন্য এগিয়ে যেতে শুরু করেন শয়ে শয়ে মানুষ। পুলিশের নিরাপত্তা বেষ্ঠনী ভেঙে চুরমার করে মন্দিরের ভিতরে প্রবেশের চেষ্টা করেন কয়েকশ মানুষ। যার জেরে নিরাপত্তা বলয় না ভেঙে যাতে মানুষ মন্দিরে প্রবেশ করেন, সেই আবেদন জানায় পুলিশ। এমনকী মন্দিরের ভিতরে যাতে কেউ ছবি না তোলেন, সেই আবেদনও জানান লখনউয়ের এডিজি।

আরও পড়ুন: Ayodhya Ram Temple: মানুষকে রুখতে পারছে না পুলিশ, নিরাপত্তা বলয় ভেঙে রাম মন্দিরের সামনে ছুটে যাচ্ছেন মানুষ

শুনুন মন্দিরে প্রবেশ নিয়ে কী বললেন পুলিশ আধিকারিক...

 



@endif