Ram Temple Bhoomi Pujan: রাম মন্দিরের ভূমি পুজোয় ত্রেতাযুগে অযোধ্যা! হলুদ রঙে রেঙেছে সমস্ত বাড়ি
হলুদ রঙে রাঙলো অযোধ্যা টেধি বাজার থেকে নয়াঘাট পর্যন্ত এলাকা। এই রাস্তা ধরেই সেদিন অযোধ্যায় আসবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কনভয়। তাই রাস্তার দুধারের সমস্ত বাড়িঘর দোকানপাট হলুদ রঙে বদলে যাচ্ছে। এই প্রসঙ্গে অযোধ্যার মেয়র ঋষিকেশ উপাধ্যায় বলেছেন, “অযোধ্যার প্রধান রাস্তার পাশের সমস্ত বাড়ি, ঘর, ভবন, আবাসনে হলুদ রঙ করা চলছে। অযোধ্যায় যখন ভগবান রাম রাজত্ব করতেন, সেই ত্রেতা যুগের চেহারা ফেরানোর চেষ্টা করছি। তাই রং বদল চলছে। রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্দেশ্য গত ৩-৫ তারিখ পর্যন্ত পবিত্র শহর অযোধ্যাজুড়ে জ্বলবে ১ লাখেরও বেশি মাটির প্রদীপ।”
হলুদ রঙে রাঙলো অযোধ্যা টেধি বাজার থেকে নয়াঘাট পর্যন্ত এলাকা। এই রাস্তা ধরেই সেদিন অযোধ্যায় আসবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কনভয়। তাই রাস্তার দুধারের সমস্ত বাড়িঘর দোকানপাট হলুদ রঙে বদলে যাচ্ছে। এই প্রসঙ্গে অযোধ্যার মেয়র ঋষিকেশ উপাধ্যায় বলেছেন, “অযোধ্যার প্রধান রাস্তার পাশের সমস্ত বাড়ি, ঘর, ভবন, আবাসনে হলুদ রঙ করা চলছে। অযোধ্যায় যখন ভগবান রাম রাজত্ব করতেন, সেই ত্রেতা যুগের চেহারা ফেরানোর চেষ্টা করছি। তাই রং বদল চলছে। রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্দেশ্য গত ৩-৫ তারিখ পর্যন্ত পবিত্র শহর অযোধ্যাজুড়ে জ্বলবে ১ লাখেরও বেশি মাটির প্রদীপ।” আরও পড়ুন-Congress MLA Slips And Falls: বন্যার তোড়ে ভেসে যাচ্ছেন কংগ্রেস বিধায়ক, পার্টির কর্মীরাই করল উদ্ধার(দেখুন ভিডিও)
স্বর্গীয় পরিবেশ তৈরি করতে সেই সময় অযোধ্যার আকাশে বাতাসে রাম ধুন বাজবে। সেজন্য শহরজুড়ে ৩ হাজার সাউন্ড সিস্টেম বসানোর কাজ চলেছে। কোনও রকম জরুরি প্রয়োজন পড়লে সেই সাউন্ড সিস্টেমের সহায়তায় স্থানীয়দের জন্য নির্দেশিকা জারি করতে পারে অযোধ্যার পুলিশ প্রশাসন। রাম মন্দিরের খুব কাছেই থাকেন কিশোরী লাল। ভূমি পুজো উপলক্ষে তাঁর আনন্দের সীমা নেই। তিনি বললেন, “বাড়িতে নতুন রঙ চলছে, আমি তাতে দারুণ খুশি। টাকার অভাবে বাড়ি রঙ করার খরচ জোগাড় করতে পারছিলাম না। গোটা এলাকাটি স্বর্গীয় দৃশ্যে পরিণত হচ্ছে। শুধু আমিই নই এই রং বদলে খুশি সমগ্র এলাকাবাসী।”