Ayodhya Case: উত্তরপ্রদেশ জুড়ে জারি সতর্কতা, অযোধ্যায় কড়া নিরাপত্তার ব্যবস্থা
সুপ্রিম কোর্টে অযোধ্যা মামলায় শুনানি শেষের পর উত্তর প্রদেশ জুড়ে চরম সর্তকতা জারি হয়েছে। সতর্কতার মাঝে অযোধ্যায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। অযোধ্যা মামলার শেষদিকে যাতে কিছুতেই রাজ্যের আইনশৃঙ্খলা খারাপ না হয়ে যায়, সেদিকে কড়া নজর মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকার।
লখনউ, ১৭ অক্টোবর: Ayodhya Case- সুপ্রিম কোর্টে অযোধ্যা মামলায় শুনানি শেষের পর উত্তর প্রদেশ জুড়ে চরম সর্তকতা জারি হয়েছে। সতর্কতার মাঝে অযোধ্যায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। অযোধ্যা মামলার শেষদিকে যাতে কিছুতেই রাজ্যের আইনশৃঙ্খলা খারাপ না হয়ে যায়, সেদিকে কড়া নজর মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকার। শর্তসাপেক্ষে ২.৩৩ একর জমির মালিকানা থেকে সরতে চায় সুন্নি ওয়াকফ বোর্ড। মধ্যস্থতাকীরার এ দিনেই জমা দেন মীমাংসা বা রফা সূত্র। সংবাদমাধ্যমে প্রকাশ, উত্তরপ্রদেশ সরকার রাজ্যজুড়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে। আগামী ১৭ নভেম্বর নিজের অবসরের আগে রায় ঘোষণা করতে চান প্রধান বিচারপতি রঞ্জন গগৈ।
অযোধ্যা নিয়ে নিরাপত্তার জন্য আগামী ৩০ নভেম্বর পর্যন্ত রাজ্যের সমস্ত পুলিশ ও প্রশাসনিক অফিসারদের ছুটি বাতিল করা হয়েছে। আজ প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-সহ সাংবিধানিক বেঞ্চের পাঁচ বিচারপতি আগামিকাল রুদ্ধদ্বার বৈঠকে বসবেন। তবে মামলাকারী কেউ সেই বৈঠকে ঢুকতে পারবেন না। আরও পড়ুন-নোবেল জয়ী অভিজিৎ ব্যানার্জি-র নাম বিভ্রাট মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির, অভিজিৎবাবু হয়ে গেলেন অভিষেকবাবু...