Aurangabad Shocker: পাশবিক! নাবালিকা মেয়েকে ধর্ষণের দায়ে যাবজ্জীবব কারাদণ্ড বাবার

নিজের নাবালিকা মেয়েকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে এক ব্যক্তিকে। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে।

প্রতীকী ছবি

ঔরঙ্গাবাদ: নিজের নাবালিকা মেয়েকে (minor daughter) ধর্ষণের (rape) দায়ে যাবজ্জীবন কারাদণ্ড (life imprisonment) দেওয়া হয়েছে এক ব্যক্তিকে। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের  (Maharastra) ঔরঙ্গাবাদে (Aurangabad)।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৪ সালের অক্টোবর মাসের ১১ তারিখ অভিযুক্ত ব্যক্তি স্ত্রীর সঙ্গে ঝগড়া করে নিজের তিন সন্তানকে নিয়ে গ্রামের বাড়ির দিকে রওনা দিয়েছিল ওই ব্যক্তি। পথে মদ্যপান করায় ওই ব্যক্তি মাতাল হয়ে পড়ে। তারপর তিন জনকে সন্তানকে বসিয়ে রেখে নির্জন স্থানে নিয়ে গিয়ে নিজের ১২ বছরের নাবালিকা কন্যাকে ধর্ষণ করে ওই ব্যক্তি।

পরের দিন সকালে ফের সন্তানদের স্ত্রীর কাছে ফিরিয়ে আনে অভিযুক্ত। তার স্ত্রী সেসময় বাড়িতে ছিল না। বাড়িতে ফিরেই নিজের মাকে দেখতে না পেয়ে স্কুলে যায় সে। পরে বাড়ি ফিরে মাকে সব কথা খুলে বলে। এর ভিত্তি স্বামীর নামে থানায় অভিযোগ করেন তিনি। তার ভিত্তি মামলা চলছিল আদালতে।

যদিও মামলার শুনানির সময় অভিযুক্ত ব্যক্তি হলফনামা জমা দিয়ে বলে, সে তার স্ত্রী পরকীয়া সম্পর্কের কথা জানতে পেরে গেছিল। সেই বিষয় নিয়ে গণ্ডগোলের ফলে সে বাড়ি ছেড়ে চলে গেছিল। তাই বাড়ি ফেরার পরেই মেয়েকে দিয়ে তার নামে মিথ্যা ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে।

যদিও অভিযুক্তের এই বক্তব্যের স্বপক্ষে কোনও প্রমাণ না পেয়ে ২০১৬ সালের এপ্রিল মাসে তাকে দোষীসাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় বিশেষ আদালত। তার বিরুদ্ধে কর্নাটক হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল ওই ব্যক্তি। কিন্তু, তার আবেদন খারিজ করে দিয়ে নিম্ন আদালতের নির্দেশই বজায় রাখল হাইকোর্ট। আরও পড়ুন: Rajasthan Shocker: মর্মান্তিক! এনগেজমেন্টের খবর শুনে প্রেমিকার গলা কেটে আত্মঘাতী যুবক