PM Narendra Modi: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রাপ্ত উপহার আজ থেকে মিলবে অনলাইনে, 'নমামি গঙ্গে' প্রকল্পের তহবিলে চলে যাবে সংগৃহীত অর্থ
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi) দেশ জুড়ে বিভিন্ন সময় নানান উপহার পেয়েছেন সম্মান স্বরূপ। অনুরাগীদের দেওয়া সেই উপহারের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ২৭০০টি। সেই উপহারগুলিই এবার উঠল নিলামে (Auction)।
নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi) দেশ জুড়ে বিভিন্ন সময় নানান উপহার পেয়েছেন সম্মান স্বরূপ। অনুরাগীদের দেওয়া সেই উপহারের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ২৭০০টি। সেই উপহারগুলিই এবার উঠল নিলামে (Auction)। আজ অর্থাৎ শনিবার থেকে একটি ওয়েবসাইটে শুরু হবে সেই সব উপহারের নিলাম প্রক্রিয়া। আগামী ৩ অক্টোবর পর্যন্ত চলবে এই নিলাম প্রক্রিয়া বলে জানা গিয়েছে। নিলাম প্রক্রিয়া থেকে সংগৃহীত অর্থ গঙ্গা পরিস্কারের জন্য তুলে দেওয়া হবে 'নমামি গঙ্গে' প্রকল্পের (Namami Gange Project) তহবিলে। এই নিলাম প্রক্রিয়াটি সম্পূর্ণটাই সংগঠিত হবে অনলাইনে।
দরদাতা এবং ক্রেতারা সরাসরি pmmementos.gov.in-এ লগ ইন করে পণ্যগুলি কিনতে পারবেন। এই প্রদর্শনীতে মোট ২,৭৭২টি নিবন্ধ রয়েছে। বহু মুল্যের সেই উপহারগুলির মধ্যে সর্বাধিক দামি চিত্রকর্মটি রেশমের উপর তৈরি করা। উপহার হিসাবে প্রধানমন্ত্রীকে এটি দিয়েছিলেন সিমাটটি টেক্সটাইলের ( Seematti textiles) কর্ণধার বীনা কান্নান (Beena Kannan)। যার দাম আড়াই লক্ষ টাকা। উল্লেখ্য, বিভিন্ন সংগঠন এবং বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের (Chief Minister) থেকে উপহার স্বরূপ প্রাপ্ত পাগড়ি (headgears), শাল (Shawl), ছবি (Potrait), তরোয়াল (Shord) সহ বিভিন্ন উপহারগুলি বর্তমানে প্রদর্শিত হয় নয়াদিল্লির (New Delhi) ন্যাশনাল গ্যালারী অফ মডার্ন আর্টস-এ (National Gallary of Mordern Arts)। আরও পড়ুন-প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে 'সেবা সপ্তাহ' কর্মসূচির প্রথমদিন AIIMS- এ স্বচ্ছতা অভিযানে অমিত শাহ
সংস্কৃতি ও পর্যটনমন্ত্রী (Culture & Tourism Minister) প্রহ্লাদ প্যাটেল (Prahlad Patel) বলেছেন, “গত ছয় মাসে প্রধানমন্ত্রী মোদীর হাতে উপহার দেওয়া স্মৃতিসৌধের নিলাম আজ থেকে শুরু হয়েছে এবং তা ৩ অক্টোবর পর্যন্ত চলবে। সংগৃহীত অর্থ 'নমামি গঙ্গে' প্রকল্পের জন্য ব্যবহৃত হবে।" মোদীর প্রাপ্ত উপহারের ঝুলিতে রয়েছে- ৫৭৬টি শাল, ৯৬৪টি কাপড় (Cloth), ৮৮টি পাগড়ি এবং বিভিন্ন ধরণের জ্যাকেট (Jacket)।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)