Atishi Named New Delhi CM: কেজরিওয়াল ইস্তফা দিতেই দিল্লির মুখ্যমন্ত্রী হচ্ছেন অতিশী? কে এই আপ নেত্রী

দিল্লির সেন্ট স্টিফেনস কলেজ থেকে স্নাতক হন অতিশী। এরপর স্নাতকোত্তর পাশ করেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে। স্কুলগুলিকে উন্নত করতে অতিশীর যে ব্যক্তিগতস্তরের পড়াশোনা, তা অনেকাংশে কাজ করে বলে জানা যায়।

Atishi (Photo Credit: Instagram)

দিল্লি, ১৭ সেপ্টেম্বর: কেজরিওয়াল (Arvind Kejriwal) ইস্তফা দেবেন মঙ্গলবার। কেজরি ইস্তফা দিতেই দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী (Delhi CM) হচ্ছেন অতিশী (Atishi)। দিল্লির মুখ্যমন্ত্রী বসতে চলা এই অতিশী কে? জেনে নিন অতিশীর সম্পর্কে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য...

দিল্লির সকারি স্কুলগুলির পরিবর্তন করেন এই অতিশী। দিল্লির সরকারি স্কুলগুলিতে পড়াশোনার মান উন্নত করে, শিক্ষকদের পরিকাঠামোয় নজর দিয়ে রাজধানীর শিক্ষা ব্যবস্থাকে অন্য মাত্রায় পৌঁছে দিয়েছেন এই অতিশী।

আরও পড়ুন: Atishi Named New Delhi CM: 'গুরু' কেজরিওয়াল তাঁকে বিশ্বাস করে দিল্লির দায়িত্ব দিয়েছেন, মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসার আগে বললেন অতিশী

দিল্লির (Delhi) কালকাজি আসন থেকে বিধায়ক নির্বাচিত হন অতিশী। সেই সঙ্গে আপের একজন বিশিষ্ট রাজনীতিবিদ হিসেবে মনে করা হয় অতিশীকে। ২০২০ সালের দিল্লির নির্বাচনে জয়ী হওয়ার পর রাজধানীর শিক্ষা ব্যবস্থার মেন্টর হিসেবে কাজ করেন অতিশী।

দিল্লির সেন্ট স্টিফেনস কলেজ থেকে স্নাতক হন অতিশী। এরপর স্নাতকোত্তর পাশ করেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে। স্কুলগুলিকে উন্নত করতে অতিশীর যে ব্যক্তিগতস্তরের পড়াশোনা, তা অনেকাংশে কাজ করে বলে জানা যায়।

মণীশ সিসোদিয়া এবং সত্যেন্দ্র জৈনকে নিয়ে আইনি টানাপোড়েন শুরু হলে, আপের দুই মন্ত্রী ইস্তফা দেন। এরপর সত্যেন্দ্র জৈন এবং মণীশ সিসোদিয়ার জায়গায় আপের মন্ত্রিসভা সামলানোর দায়িত্বভার দেওয়া হয় অতিশীকে। দায়িত্ব পাওয়ার পর অতিশী দিল্লির শিক্ষা,বিদ্যুৎ, পূর্ত এবং ভ্রমণের উপর নজর দেন কাজ শুরু করেন।

আপ মন্ত্রিসভার সমস্ত দায়িত্বভার সামলানোর পাশাপাশি অতিশী পরিবেশ রক্ষণাবেক্ষণের  উপর জোর দিয়ে দিল্লির কাজ সামলান। দিল্লির দূষণ কীভাবে সামলানো যায়, সে বিষয়েও অতিশী সমস্ত দেখভাল এতদিন করতেন বলে জানা যায়।