Atishi Named New Delhi CM: 'কঠিন সময়ে' দিল্লির দায়িত্ব অতিশীকে, বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বলল আপ

মঙ্গলবারই দিল্লির মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিচ্ছেন অরবিন্দ কেজরিওয়াল। ফলে অতিশীকে দায়িত্ব দিয়ে দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে কেজরি সরে যাচ্ছেন বলে খবর।

Atishi (Photo Credit: Instagram)

দিল্লি, ১৭ সেপ্টেম্বর: দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন অতিশী (Atishi)। আম আদমি পার্টি (AAP) মঙ্গলবার সর্বসম্মতিক্রমে অতিশীকে দিল্লির (Delhi) পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন। মঙ্গলবার অতিশীর নাম মুখ্যমন্ত্রী হিসেবে প্রস্তাব করেন অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। আপ নেতারা সর্বসম্মতিক্রমে তা মেনে নেন। ফলে দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন অতিশী। আপ সূত্র মারফৎ মিলছে এমন খবর। জানা যচ্ছে,

আরও পড়ুন: Arvind Kejriwal On Atishi: দিল্লির নয়া মুখ্যমন্ত্রী অতিশী? নাম প্রস্তাব কেজরিওয়ালের

এ বিষয়ে আপ নেতা গোপাল রাই সাংবাদিক সম্মেলন করে বলেন, দলের সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব কঠিন সময়ে অতিশীকে দিল্লির মুখ্যমন্ত্রী পদে বসানো হচ্ছে। যে সময় বিজেপি এবং বিজেপির কেন্দ্রীয় সরকার আপের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে ব্যবহার করে, এই দলের অস্তিত্ব সংঙ্কটে ফেলতে চাইছে বলে দাবি করেন গোপাল রাই (Gopal Rai)। কিন্তু এই কঠিনস ময়েই আপ নিজেদের একতা বজায় রেখে নয়া সিদ্ধান্ত নিয়েছে বলেও মন্তব্য করেন দিল্লির মন্ত্রী তথা আপ নেতা গোপাল রাই।