Umesh Pal Murder: পুলিশের হাত থেকে বাঁচতে দাড়ি বাড়িয়ে, হিন্দু নাম নিয়ে পালিয়ে বেড়াচ্ছে গুড্ডু মুসলিম, রিপোর্ট

পুলিশ সূত্রে খবর, গুড্ডু মুসলিম কোথায় রয়েছে, তার খোঁজে উত্তরপ্রদেশের পুলিশের একটি দল সম্প্রতি ওড়িশায় যায়। জানা যায়, ওড়িশার বরগরে গুড্ডু মুসলিম নাম ভাঙিয়ে প্রায় ১২ দিন লুকিয়ে ছিল। এরপর সেখান থেকেও চম্পট দেয় উনমেশ পাল হত্যার মূল অভিযুক্ত।

Guddu Muslim (Photo Credit: IANS)

দিল্লি, ২৭ এপ্রিল: আতিক আহমেদ (Atiq Ahmed) খুনের পর এবার গুড্ডু মুসলিমকে (Guddu Muslim) খুঁজছে পুলিশ। গ্যাংস্টার আতিক আহমেদের খুনের পর গুড্ডু মুসলিম নিজের নাম বদল করে ঘুরে বেড়াচ্ছে। উমেশ পাল হত্যায় মূল অভিযুক্ত তথা আতিক আহমেদের ডান হাত গুড্ডু মুসলিমকে যাতে পুলিশ কোনওভাবে ধরতে না পরে, তার জন্য নাম বদল। ইন্ডিয়া টুডের রিপোর্টে এমনই তথ্য প্রকাশ্যে আসতে শুরু করেছে। প্রসঙ্গত গত ৬২ দিন ধরে গুড্ডু মুসলিমকে খুঁজছে পুলিশ। জানা যাচ্ছে, পুলিশের হাত থেকে বাঁচতে বাবলু, সুরেন্দ্র কুমার, সন্দীপ কুমারের মত একাধিক নাম নিয়ে ঘুরে বেড়াচ্ছে গুড্ডু মুসলিম নামে এই গ্যাংস্টার।

আরও পড়ুন: Atiq Ahmed Killing: এনকাউন্টারের পরও সচল আতিক-পুত্র আসাদের মোবাইল, এটিএম কার্ড, সূত্র হাতড়ে গ্রেফতার পুলিশের

পুলিশ সূত্রে খবর, গুড্ডু মুসলিম কোথায় রয়েছে, তার খোঁজে উত্তরপ্রদেশের পুলিশের একটি দল সম্প্রতি ওড়িশায় যায়। জানা যায়, ওড়িশার বরগরে গুড্ডু মুসলিম নাম ভাঙিয়ে প্রায় ১২ দিন লুকিয়ে ছিল। এরপর সেখান থেকেও চম্পট দেয় উনমেশ পাল হত্যার মূল অভিযুক্ত।

এদিকে গুড্ডু মুসলিমের সহযোগী রাজা খানকে গ্রেফতার করেছে পুলিশ। রাজা খানের কথায়, নিজের পরিচিতি লুকোতে দাড়ি বাড়িয়েছে গুড্ডু মুসলিম। দাড়ি বাড়িয়ে হিন্দু নাম নিয়ে বর্তমানে মীরাট, আজমেঢ়, ঝাঁসি, নাসিক, পুণের মত একাধিক শহরে পালিয়ে বেড়াচ্ছে গুড্ডু মুসলিম।