Atiq Ahmad Killing: আতিক আহমেদের স্ত্রীকে ভোটে দাঁড় করাতে চান বসপা নেতা, দিলেন কারণ

আতিক আহমেদ নিহত হওয়ার পর তার স্ত্রী পারভিনকেও খুঁজছে পুলিশ। যদি কেউ শায়েস্তা পারভিনের খোঁজ দিতে পারেন, তাহলে তাঁকে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে বলে উত্তরপ্রদেশ পুলিশের তরফে ঘোষণা করা হয়েছে।

File Photo (Photo Credits: ANI)

দিল্লি, ২৪ এপ্রিল: নিহত গ্যাংস্টার তথা প্রাক্তন সাংসদ আতিক আহমেদের (Atiq Ahmed)  মৃত্যুর পর এবার তাঁর স্ত্রী মেয়র নির্বাচনের জন্য লড়াই করুন। এমনই দাবি বহুজন সমাজবাদী পার্টির এক নেতা।  উত্তরপ্রদেশের বসপা নেতা উমাশঙ্কর সিং বলেন, তাঁরা বরাবরই আতিক আহমেদের স্ত্রী শায়েস্তা পারভিনকে হাতি চিহ্নে ভোটে দাঁড় করাতে চান।  পারভিনের বিরুদ্ধে পুলিশ এখনও কোনও অভিযোগ প্রমাণ করতে পারেনি।  তাই নিহত আতিক আহমেদের স্ত্রী শায়েস্তা পারভিনকে তাঁরা মেয়র নির্বাচনে দাঁড় করাতে চান বলে দাবি করেন ওই বসপা (BSP) নেতা।

আরও পড়ুন: Yogi Adityanath On Atiq Ahmed: গ্যাংস্টার আতিক আহমেদের খুন নিয়ে চর্চার মাঝেই 'অভয়' দিলেন যোগী

এদিকে আতিক আহমেদ নিহত হওয়ার পর তার স্ত্রী পারভিনকেও খুঁজছে পুলিশ।  যদি কেউ শায়েস্তা পারভিনের খোঁজ দিতে পারেন, তাহলে তাঁকে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে বলে উত্তরপ্রদেশ পুলিশের তরফে ঘোষণা করা হয়েছে।

শায়েস্তা পারভিনকে গ্রেফতার করতে সম্প্রতি উত্তরপ্রদেশ পুলিশ ওড়িশায় পৌঁছে যায়।  তবে সেখানেও পারভিনের কোনও খোঁজ মেলেনি।