Malappuram Boat Capsized: স্কুলের ছুটিতে ঘুরতে বেরিয়ে বোট ডুবে মৃত শিশু-সহ কমপক্ষে ১৫, মর্মান্তিক ভিডিয়ো
রবিবার রাতে মর্মান্তিক দুর্ঘটনা ঘটল কেরলের মালাপুরম জেলার টানুর এলাকার কাছে টুভালথিরাম সৈকতের কাছে। ৩০ জন পর্যটককে নিয়ে ডুবে গেল একটি হাউসবোট।
মালাপুরম: রবিবার রাতে মর্মান্তিক দুর্ঘটনা ঘটল কেরলের (Kerala) মালাপুরম জেলার (Malappuram district) টানুর (Tanur) এলাকার কাছে টুভালথিরাম (Tuvalthiram) সৈকতের (beach) কাছে। ৩০ জন পর্যটককে নিয়ে ডুবে গেল একটি হাউসবোট (Houseboat Capsized)। এর ফলে এখন পর্যন্ত কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা বাহিনী।
উদ্ধার অভিযানের দায়িত্বে রয়েছে কেরলের ক্রীড়ামন্ত্রী ভি আবদুরাহিমান (Kerala Sports Minister V Abdurahiman) ও পর্যটন মন্ত্রী পি এ মহম্মদ রিয়াস (Tourism Minister P A Mohamed Riyas)। এপ্রসঙ্গে তাঁরা জানিয়েছেন, স্কুলের ছুটিতে (school vacations) ওই বোটে ঘুরতে এসেছিল একটি দল। যাদের মধ্যে ১১ জনের বেশি মারা গেছে। তার ভেতরে বেশির ভাগই (children)।
এপ্রসঙ্গে কেরলের ক্রীড়ামন্ত্রী ভি আবদুরাহিমান বলেন, আশঙ্কা করা হচ্ছে বেশিরভাগ যাত্রী বোটের নিচে আটকে গেছেন। তাঁদের উদ্ধারের চেষ্টা চলছে। এই দুর্ঘটনা ঘটল তার কারণ এখনও জানা যায়নি। পুলিশ এই বিষয়ে তদন্ত করছে। আরও পড়ুন: PM Modi Leveling Fresh Allegations Against Congress: 'কর্নাটককে ভারত থেকে আলাদা করার কথা বলছে কংগ্রেস', চাঞ্চল্যকর অভিযোগ মোদির
দেখুন ভিডিয়ো: