Varavara Rao Released: শারীরিক অসুস্থতার জের, ৬ মাসের জন্য শর্ত সাপেক্ষে মুক্ত কবি ভারাভারা রাও
অবশেষে মিলল মুক্তি। ভীমা কোরেগাঁও মামলায় জেলবন্দি থাকা অশীতিপর কবি ভারভারা রাওকে (Varavara Rao) শর্ত সাপেক্ষে মুক্তি দিল বম্বে হাইকোর্ট। ৬ মাসের জন্য শর্তাধীন জামিন পেয়েছেন ৮২ বছরের কবি। গত জুন জুলাই থেকেই রাজনৈতিক বন্দিদের মুক্তির দাবিতে দেশজুড়ে আলোড়ন শুরু হয়েছে। ইতিমধ্যেই জেলের মধ্যে অসুস্থ ইতিমধ্যেই জেলের মধ্যে অসুস্থ হয়ে পড়েন তেলুগু সমাজকর্মী। বামের তাঁর মুক্তির দাবিতে পথে নামে। অন্যন্য সামাজিক সংগঠনও কবি ভারভারা রাওয়ের মুক্তির দাবিতে সরব হয়।
মুম্বই, ২২ ফেব্রুয়ারি: অবশেষে মিলল মুক্তি। ভীমা কোরেগাঁও মামলায় জেলবন্দি থাকা অশীতিপর কবি ভারভারা রাওকে (Varavara Rao) শর্ত সাপেক্ষে মুক্তি দিল বম্বে হাইকোর্ট। ৬ মাসের জন্য শর্তাধীন জামিন পেয়েছেন ৮২ বছরের কবি। গত জুন জুলাই থেকেই রাজনৈতিক বন্দিদের মুক্তির দাবিতে দেশজুড়ে আলোড়ন শুরু হয়েছে। ইতিমধ্যেই জেলের মধ্যে অসুস্থ ইতিমধ্যেই জেলের মধ্যে অসুস্থ হয়ে পড়েন তেলুগু সমাজকর্মী। বামের তাঁর মুক্তির দাবিতে পথে নামে। অন্যন্য সামাজিক সংগঠনও কবি ভারভারা রাওয়ের মুক্তির দাবিতে সরব হয়। তবে কেন্দ্র সেসবে পাত্তা দেয়নি। করোনাকালে অসুস্থতা নিয়েই গারদের পিছনে দিন কেটেছে ভারভারা রাওয়ের। আরও পড়ুন-Puducherry Trust Vote: ভি নারায়ণস্বামীর আস্থা ভোটে হার, পুদুচেরিতে কংগ্রেস সরকারের পতন
এরপরেই বিরোধীরা দাবি করতে থাকে, বিশিষ্ট সমাজকর্মীকে বিনা চিকিৎসায় মেরে ফেলার চেষ্টা করছে কেন্দ্র। জেলের অস্বাস্থ্যকর পরিবেশে তিনি আরও অসুস্থ হয়ে পড়ছেন। ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে চলেছেন। গত কয়েক বছর ধরেই বাম মনোভাবাপন্ন ভারভারা রাও-সহ ১১ জন সমাজকর্মীকে বন্দি করে রেখেছে কেন্দ্রের মোদি সরকার। শারীরিক অবস্থা খারাপ হওয়ার সঙ্গে সঙ্গে বার বার মুক্তির আবেদন করেও এতদিন জেলেই কাটাতে হল এই সমাজকর্মীকে। অবশেষে ৬ মাসের জন্য শর্তাধীন জামিন পেয়েছেন তিনি।