Assam: প্রতারণার অভিযোগে নিজের বাগদত্তাকেই গ্রেফতার করলেন অসমের মহিলা পুলিশ
প্রতারণার অভিযোগে (Fraud Charges) নিজের বাগদত্তাকেই (Fiance) গ্রেফতার করলেন অসমের এক মহিলা পুলিশ আধিকারিক (Assam Woman Cop)। বৃহস্পতিবার নগাঁও জেলা (Nagaon District) থেকে বাগদত্তাকে গ্রেফতার করেন তিনি। ধৃতের নাম রানা পোগাগের। পুলিশ বলেছে যে রানার প্রতারণার অপরাধ সম্পর্কে জানতে পারেন নগাঁওতে সাব-ইন্সপেক্টর হিসেবে কর্মরত জুনমনি রাভা। এরপর তিনি নিজেই একটি এফআইআর দায়ের করেছিলেন এবং রানাকে গ্রেফতার করেন।
গুয়াহাটি, ৫ মে: প্রতারণার অভিযোগে (Fraud Charges) নিজের বাগদত্তাকেই (Fiance) গ্রেফতার করলেন অসমের এক মহিলা পুলিশ আধিকারিক (Assam Woman Cop)। বৃহস্পতিবার নগাঁও জেলা (Nagaon District) থেকে বাগদত্তাকে গ্রেফতার করেন তিনি। ধৃতের নাম রানা পোগাগের। পুলিশ বলেছে যে রানার প্রতারণার অপরাধ সম্পর্কে জানতে পারেন নগাঁওতে সাব-ইন্সপেক্টর হিসেবে কর্মরত জুনমনি রাভা। এরপর তিনি নিজেই একটি এফআইআর দায়ের করেছিলেন এবং রানাকে গ্রেফতার করেন।
কিন্তু রানার বিরুদ্ধে ঠিক কী অভিযোগ আছে? পুলিশ জানিয়েছে, নিজেকে ওএনজিসি-র জনসংযোগ আধিকারিক পরিচয় দিতেন রানা। এরপরই বেকার ছেলে-মেয়েদের ওএনজিসি-তে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে লক্ষ লক্ষ টাকা নিয়ে প্রতারণা করতেন। পুলিশ আরও জানিয়েছে যে রানার বাড়ি থেকে ওএনজিসি-র ১১টি জাল সিল এবং জাল পরিচয়পত্র সহ অনেক অপরাধমূলক নথি উদ্ধার করা হয়েছে। আরও পড়ুন: Maharashtra: তীব্র গরমে জলের হাহাকার, সঙ্কট মেটাতে মহারাষ্ট্রের মারাঠওয়াড়ায় ২০০টি কুয়ো খোঁড়ার পরিকল্পনা
গত বছরের অক্টোবরে জুনমনি রাভা ও রানা পোগাগর আনুষ্ঠানিকভাবে বাগদান হয়। এই বছরের নভেম্বরে তাঁদের বিয়ের কথা ছিল।