CAB Protest: নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে উত্তপ্ত অসম, মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়ালের বাড়িতে পাথর বৃষ্টি, আগুনে জ্বলল ছাবুয়া-পানিতোলা রেল স্টেশন
নাগরিকত্ব সংশোধনী বিলকে (Citizenship Amendment Bill) কেন্দ্র করে আগন জ্বলছে ত্রিপুরায় বাদ গেল না অসমও। ছাত্রছাত্রীরা হাত কেটে রক্ত দিয়ে পোস্টার লিখে প্রতিবাদ জানাচ্ছে। গোটা গুয়াহাটি (Guwahati) যখন কার্ফিউতে মুড়েছে তখন ডিব্রুগড়ে (Dibrugarh) মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়ালের (Chief Minister Sarbananda Sonowal) বাড়ি লক্ষ্য করে পাথর ছুঁড়তে শুরু করল প্রতিবাদী জনতার ভিড়।
গুয়াহাটি, ১২ ডিসেম্বর: নাগরিকত্ব সংশোধনী বিলকে (Citizenship Amendment Bill) কেন্দ্র করে আগন জ্বলছে ত্রিপুরায় বাদ গেল না অসমও। ছাত্রছাত্রীরা হাত কেটে রক্ত দিয়ে পোস্টার লিখে প্রতিবাদ জানাচ্ছে। গোটা গুয়াহাটি (Guwahati) যখন কার্ফিউতে মুড়েছে তখন ডিব্রুগড়ে (Dibrugarh) মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়ালের (Chief Minister Sarbananda Sonowal) বাড়ি লক্ষ্য করে পাথর ছুঁড়তে শুরু করল প্রতিবাদী জনতার ভিড়। ছাবুয়া ও পানিতোলা রেলস্টেশনে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দিয়েছে উত্তেজিত জনতা। পরিস্থিতির বিচার বিবেচনা করে তিনসুকিয়া ও ডিব্রুগড় রেল স্টেশনে চূড়ান্ত সতর্কতা জারি হয়েছে। সংবাদ সংস্থা পিটিআই ও এএনআই-এর রিপোর্ট অনুযায়ী নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতায় কয়েক লক্ষ টাকার সম্পত্তি নষ্ট হয়েছে অসমে। সরকারি সম্পত্তিপু ড়িয়ে চলছে বিক্ষোভ প্রতিবাদ।
অসম ১২ ও ১৩ ডিসেম্বর রেল বনধের ডাক দেওয়ায় আগেভাগেই ভারতীয় রেল ১২টি ট্রেনের যাত্রাপথ বাতিল করে দিয়েছে। বুধবার সন্ধ্যা সাতটা থেকেই অসমের তিনসুকিয়া, কামরূপ, গোলাঘাট, দিসপুর, ধেমাজি, শিবসাগর, জোরহাট-সহ একাধিক জায়গায় বন্ধ করে দেওয়া হয়েছে মোবাইল ও ইন্টারনেট পরিষেবা। ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপের মাধ্যমে নানারকম গুজব ছড়ানোর আশঙ্কায় অসম সরকারের মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স-এর তরেফ জারি করা হয়েছে এই নিষেধাজ্ঞা। আপাতত আগামী ২৪ ঘণ্টা থাকবে এই নিষেধাজ্ঞা। ত্রিপুরাতেও বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট ও মোবাইল পরিষেবা। আপাতত উত্তর-পূর্বের রাজ্যগুলিতে মোট ৫ হাজার আধা সেনা মোতায়েন করা হয়েছে। অসমে এদিন দিসপুর, গুয়াহাটি, ডিব্রুগড় এবং জোরহাটে পুলিশ লাঠিচার্জ করেছে। কয়েকজন মহিলা-সহ আহত হয়েছেন ২৫ জন। তাঁদের মধ্যে সাংবাদিক ও টিভি চ্যানেলের কর্মীরাও আছেন। আরও পড়ুন-Citizenship Amendment Bill 2019 Passed in Rajya Sabha: রাজ্যসভায় পাস নাগরিকত্ব সংশোধনী বিল, বিলের পক্ষে ১২৫ ভোট, খুশি অমিত শাহ
তারপরেও ছাত্র-ছাত্রীরা প্রতিবাদে নেমেছে গুয়াহাটির রাজপথে। হাত কেটে পোস্টার লেখার কাজ চলছে। এই প্রতিবাদে সামিল হয়েছেন প্রচুর মানুষ। অসমের জনপ্রিয় সঙ্গীত শিল্পী জুবিন গর্গ আগামীকাল গুয়াহাটিতে পথে নামার ঘোষণা করেছেন। ছাত্র-ছাত্রীদের এই আন্দোলনে সমর্থন জানিয়েছেন উত্তর-পূর্বের বহু বিখ্যাত ব্যক্তি। এদিকে ক্ষোভের রোষ যে কেবল মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়ালের বাড়িতে আছড়ে পড়েছে তাই নয়। বাদ যায়নি গুয়াহাটির বিজেপি সাংসদ কুইন ওঝার বাড়িও। ভাঙচুর চালিয়ে বাড়ির উঠোনেই তাঁর কুশপুতুল পোড়ায় জনতা। বহু মানুষ উলঙ্গ হয়েও রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছেন।