Assam: 'মাদ্রাসায় ভারত বিরোধী কাজ হলে, তা ভেঙে দেওয়া হবে', বললেন অসমের মুখ্যমন্ত্রী

বুধবার অসমের বঙ্গাইগাঁওতে ভেঙে দেওয়া হয় একটি মাদ্রাসা। বঙ্গাইগাঁওয়ের ওই মাদ্রাসার বেশ কয়েকদদন শিক্ষকের সঙ্গে জঙ্গিযোগ প্রমাণিত হয়। আল কায়দা জঙ্গিদের সঙ্গে মাদ্রাসার শিক্ষকদের কয়েকজনের সঙ্গে যোগ রয়েছে বলে অভিযোগ করা হয়। ফলে মাদ্রাসা ভাঙার পর থেকে চাপানউতর শুরু হয়।

Himanta Biswa Sarma (Photo Credit: Instagram)

গুয়াহাটি, ১ সেপ্টেম্বর: অসমে (Assam) মাদ্রাসা ধ্বংস নিয়ে শোরগোল ছড়িয়েছে। মাদ্রসায় যদি ভারত বিরোধী কাজকর্ম হয়, তাহলে তা ভেঙে দেওয়া হবে। এবার এমনই মন্তব্য করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswa Sarma)। অসমের মুখ্যমন্ত্রী বলেন, মাদ্রাসা ভেঙে দেওয়ার কোনও ইচ্ছা নেই সরকারের।শুধুমাত্র জেহাদি কাজকর্মে কোনও প্রতিষ্ঠান ব্যবহার করা হলে, তা ভেঙে দেওয়া হবে বলে মন্তব্য করেন হিমন্ত বিশ্বশর্মা। কোনও সংস্থার বিরুদ্ধে যদি ভারত-বিরোধী কাজকর্মের প্রমাণ মেলে, তাহলে সেগুলিকে রেয়াত করা হবে না বলে মন্তব্য করেন অসমের মুখ্যমন্ত্রী।

বুধবার অসমের বঙ্গাইগাঁওতে ভেঙে দেওয়া হয় একটি মাদ্রাসা। বঙ্গাইগাঁওয়ের ওই মাদ্রাসার বেশ কয়েকদদন শিক্ষকের সঙ্গে জঙ্গিযোগ প্রমাণিত হয়। আল কায়দা জঙ্গিদের সঙ্গে মাদ্রাসার শিক্ষকদের কয়েকজনের সঙ্গে যোগ রয়েছে বলে অভিযোগ করা হয়। ফলে মাদ্রাসা ভাঙার পর থেকে চাপানউতর শুরু হয়। বঙ্গাইগাঁওতে মাদ্রাসা ভাঙার পর বিষয়টি নিয়ে মুখ খোলেন মৌলনা বদরুদ্দিন আজমল।

আরও পড়ুন: Assam: 'শুধু দোষীদের শাস্তি দিন', 'জঙ্গিযোগের' অভিযোগে অসমের মাদ্রাসা ভাঙায় ক্ষোভ মৌলনার

মৌলনা বলেন, এই মাদ্রাসায় দুঃস্থ শিশুদের পড়ানো হয়। মাদ্রাসাগুলি তৈরির জন্য ২০-৩০ বছর ধরে অর্থ সংগ্রহ করা হচ্ছে। অথচ সরকার একদিনেই তা গুড়িয়ে দিল বলে ক্ষোভ প্রকাশ করেন বদরুদ্দিন আজমল। মৌলনা আরও বলেন, অসম (Assam) জুড়ে কয়েক লক্ষ স্কুল রয়েছে। সেই সমস্ত স্কুলগুলিতে যদি কেউ অপরাধ করেন, তাহলে শুধুমাত্র তাঁকে গ্রেফতার করে শাস্তি দেওয়া হয়। মাদ্রাসার ক্ষেত্রেও সেই একই আইন প্রযোজ্য হওয়া উচিত। যে বা যারা অপরাধী, তাদের শাস্তির ব্যবস্থা করা হোক বলে দাবি করেন মৌলনা।