Assam Lockdown: করোনার তাড়নায় ১৪ দিনের জন্য লকডাউনে গুয়াহাটি, কবে থেকে শুরু জানেন?

২৮ জুন রাত ১২টা থেকে আগামী ১৪ দিনের জন্য সম্পূর্ণ লকডাউনে (complete lockdown) যাচ্ছে গুয়াহাটির কামরূপ মেট্রোপলিটন জেলা। শুক্রবার একথা জানান অসমের স্বাস্থ্য মন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। রাজ্যে হু হু করে করোনার সংক্রমণ বেড়ে যাওয়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে লকডাউনের মধ্যেও সমস্ত ওষুধের দোকান খোলা থাকবে। এদিক স্বাস্থ্য মন্ত্রীর সাংবাদিক সম্মেলনে ছাড়াও অসম প্রশাসনের তরফে শহরাঞ্চলে শনি ও রবিবার সাপ্তাহিক লকডাউন ডাকা হয়েছে। তবে এই প্রসঙ্গটি শহরের প্রশাসনের ও পুরসভা কর্তৃপক্ষের অধীনে পড়ে। যতদিন না পরবর্তী কোনও নোটিস জারি হচ্ছে, ততদিন অসমের শহুরে এলাকায় শনি ও রবিবার লকডাউন বলবৎ থাকবে।

গুয়াহাটিতে দরিদ্র সাধারণকে খাবার দিচ্ছে পুলিশ (Photo Credits: Twitter/Assam Police)

গুয়াহাটি, ২৬ জুন: ২৮ জুন রাত ১২টা থেকে আগামী ১৪ দিনের জন্য সম্পূর্ণ লকডাউনে (complete lockdown) যাচ্ছে গুয়াহাটির কামরূপ মেট্রোপলিটন জেলা। শুক্রবার একথা জানান অসমের স্বাস্থ্য মন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। রাজ্যে হু হু করে করোনার সংক্রমণ বেড়ে যাওয়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে লকডাউনের মধ্যেও সমস্ত ওষুধের দোকান খোলা থাকবে। এদিক স্বাস্থ্য মন্ত্রীর সাংবাদিক সম্মেলনে ছাড়াও অসম প্রশাসনের তরফে শহরাঞ্চলে শনি ও রবিবার সাপ্তাহিক লকডাউন ডাকা হয়েছে। তবে এই প্রসঙ্গটি শহরের প্রশাসনের ও পুরসভা কর্তৃপক্ষের অধীনে পড়ে। যতদিন না পরবর্তী কোনও নোটিস জারি হচ্ছে, ততদিন অসমের শহুরে এলাকায় শনি ও রবিবার লকডাউন বলবৎ থাকবে। আরও পড়ুন-TikToker Siya Kakkar's Death by Suicide: সুশান্তের পর সিয়া কক্কর, অবসাদে আত্মঘাতী এই টিকটক স্টার

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী অসমে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৩২১। এর মধ্যে ৪ হাজার ৩৩ জন সুস্থ হয়ে উঠেছেন। মৃতের সংখ্যা ৯। এদিন সকালেই স্বাস্থ্য মন্ত্রকের তরফে দেশের বর্তমান করোনা পরিস্থিতির তথ্য ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। যেখানে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ৯০ হাজার ছাড়িয়ে গিয়েছে। যার মধ্যে ২ লক্ষ ৮৫ হাজার ৬৩৭ জন সুস্থ হয়েছেন। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১ লক্ষ ৮৯ হাজার ৪৬৩ জন। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃতের সংখ্যা ১৫ হাজার ৩০১।