Assam: সোমবার থেকেই হোম আইসোলেশনের কোভিড রোগীদের জন্য বিনামূল্যে ওষুধ ও অক্সিমিটার দেবে অসম সরকার

যেসব করোনা আক্রান্তরা হোম আইসোলেশনে থেকে সুস্থ হওয়ার চেষ্টা করছেন, তাঁদের বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ ও অক্সিমিটার দেবে (Free Oximeter) রাজ্য। হুহু করে বাড়ছে সংক্রমণ এর জেরে অসমের হাসপাতালগুলিতে রোগীর সংখ্যা মাত্রাছাড়া। অন্যদিকে পরিষেবার আয়োজনের তুলনায় প্রয়োজন বেশি হয়ে পড়ায় বেশ বিপাকে পড়েছে অসমের স্বাস্থ্য দপ্তর। গুয়াহাটির সাধারণ বাসিন্দাদের মধ্যে করোনা আক্রান্তরা যদি হাসপাতালে ভিড় না করে বাড়িতে থেকে চিকিৎসা করান তাহলে তাঁদের পাশে সবরকম সহযোগিতা নিয়ে থাকবে সরকার। রবিবার একথাই বললেন অসমের স্বাস্থ্য মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। শুধু বিনামূল্যে ওষুধই নয়, বিভিন্ন শহরের হোম আইসোলেশনে থাকা আক্রান্তরা টেলি মেডিসিনের সুবিধাও পাবেন সরকারের তরফে।

হিমন্ত বিশ্বশর্মা (Photo Credits: ANI)

গুয়াহাটি, ১০ আগস্ট: যেসব করোনা আক্রান্তরা হোম আইসোলেশনে থেকে সুস্থ হওয়ার চেষ্টা করছেন, তাঁদের বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ ও অক্সিমিটার দেবে (Free Oximeter) রাজ্য। হুহু করে বাড়ছে সংক্রমণ এর জেরে অসমের হাসপাতালগুলিতে রোগীর সংখ্যা মাত্রাছাড়া। অন্যদিকে পরিষেবার আয়োজনের তুলনায় প্রয়োজন বেশি হয়ে পড়ায় বেশ বিপাকে পড়েছে অসমের স্বাস্থ্য দপ্তর। গুয়াহাটির সাধারণ বাসিন্দাদের মধ্যে করোনা আক্রান্তরা যদি হাসপাতালে ভিড় না করে বাড়িতে থেকে চিকিৎসা করান তাহলে তাঁদের পাশে সবরকম সহযোগিতা নিয়ে থাকবে সরকার। রবিবার একথাই বললেন অসমের স্বাস্থ্য মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। শুধু বিনামূল্যে ওষুধই নয়, বিভিন্ন শহরের হোম আইসোলেশনে থাকা আক্রান্তরা টেলি মেডিসিনের সুবিধাও পাবেন সরকারের তরফে। আরও পড়ুন-Bill Gates: ৫০ লক্ষেরও বেশি করোনা আক্রান্ত, মার্কিন মুলুকে কোভিড টেস্টে গাফিলতিতে ক্ষুব্ধ বিল গেটস

এই প্রসঙ্গে হিমন্ত বিশ্বশর্মা বলেন, “সোমবার থেকে গুয়াহাটির হোম আইসোলেশনে থাকা করোনা আক্রান্তরা বিনামূল্যে ওষুধ ও পালস অক্সিমিটার পাবেন। তাঁদের জন্য আমরা খুব শিগগির টেলিমেডিসিন পরিষেবাও চালু করতে চলেছি। খুব শিগগির এই পরিষেবা অন্যত্রও শুরু হবে।” উত্তরপূর্ব ভারতের মধ্যে সবথেকে বেশি করোনা আক্রান্ত রয়েছে অসমেই। সবমিলিয়ে সেখানে মোট করোনা আক্রান্ত ৫৭ হাজারেরও কিছু বেশি। রবিবার মৃতের সংখ্যা ১৪০ ছুঁয়ে ফেলল। এই মুহূর্তে সংক্রামিত রয়েছেন ১৭ হাজারের বেশি বাসিন্দা। রাজ্য সরকারের তরফে মিশ্র লকডাউন চালু রয়েছে। কনটেইনমেন্ট জোন ও হটস্পটে কড়া বিধিনিষেধ রয়েছে। যেসব এলাকায় তুলনায় সংক্রমণ কম সেখানে লকডাউন খানিকটা শিথিল। সংক্রমণের জেরে মৃত্যু কমাতে সুস্থ হয়ে ওঠা রোগীদের প্লাজমা দানে উৎসাহ দিচ্ছে অসমের সরকার।