Assam Flood: অসমে ভয়াবহ বন্যায় প্রভাবিত ১৯ লক্ষ মানুষের জীবন, ২৬টি জেলার ২৯৩০টি গ্রাম জলের তলায়
গত ২৪ ঘণ্টায় ব্যাপক বৃষ্টির পর অসমের বন্যা পরিস্থিতি ভয়াবহ হল। রাজ্যের ২৮টি জেলা বন্যা কবলিত। বহু মানুষ ঘরছাড়া।
গুয়াহাটি, ১৮ জুন: গত ২৪ ঘণ্টায় ব্যাপক বৃষ্টির পর অসমের বন্যা পরিস্থিতি ভয়াবহ হল। রাজ্যের ২৮টি জেলা বন্যা কবলিত। বহু মানুষ ঘরছাড়া। হিমন্ত বিশ্বশর্মা-র রাজ্যে প্রায় ১৯ লক্ষ মানুষ বন্যা কবলিত। অসমে এখনও পর্যন্ত ১১ হাজার ১৮১ জন মানুষকে সুরক্ষিতভাবে সরানো হয়েছে। অসমের ২৮টি জেলার ২৯৩০টি গ্রাম বন্যা প্রভাবিত বলে জানিয়েছে রাজ্যের দুর্য়োগ মোকাবিলা বাহিনী। যুদ্ধকালীন পরিস্থিতিতে চলছে উদ্ধারকাজ ও ত্রান দেওয়ার কাজ। চলতি মরসুমে অসমে বন্যা ও ধসের কারণে ৫৪ জন মানুষের প্রাণ গিয়েছে। আশঙ্কার খবর, আগামী তিনদিন অসম জুড়ে বড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
গতকাল রিপোর্টে প্রকাশ, কামরূপে বরোলিয়া নদীর জল বাড়তে শুরু করেছে। ফলে একটানা বৃষ্টির জেরে বরোলিয়া নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইতে শুরু করেছে। বরোলিয়ার জল বাড়তে শুরু করায় হাজো, চৌমুখা-সহ একাধিক এলাকার গ্রাম জলের নীচে। রঙ্গিয়া এলাকার ৭৭টি গ্রাম জলের নীচে বলে জানা যাচ্ছে। যার জেরে ৪৪ হাজার মানুষ ক্ষতিগ্রস্থ বলে জানা যাচ্ছে। আরও পড়ুন: কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী ও অসম রাইফেলসে নিয়োগের ক্ষেত্রে ১০ শতাংশ সংরক্ষণ পাবেন অগ্নিবীররা, ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর
দেখুন টুইট
বন্যা দুর্গত এলাকার মানুষের জন্য রঙ্গিয়া এলাকায় আশ্রয় শিবির গড়ে তোলা হয়েছে। সেখানে একাধিক এলাকার মানুষ আশ্রয় নিয়েছেন। জানা যাচ্ছে, বন্যার জেরে অসমে কমপক্ষে ১১ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্থ। শুধু তাই নয়, গত ২৪ ঘণ্টায় বন্যার কবলে পড়ে মৃত্যু হয়েছে ৪ জনের।