Assam: মর্মান্তিক! জঙ্গলের বিষাক্ত মাশরুম খেয়ে প্রাণ গেল ১৩ জনের
সম্প্রতি অসমের ডিব্রুগড় এলং শিবসাগর এলাকার চা বাগানে কর্মরত বেশ কয়েকটি পরিবার জঙ্গলের বিষাক্ত মাশরুম তুলে খান। খাদ্যে বিষক্রিয়ার ফলে অসুস্থ হয়ে পড়েন একযোগে ৩৫ জন।
গুয়াহাটি, ১৩ এপ্রিল: জংলি মাশরুম (Poisonous Mushroom) খেয়ে প্রাণ গেল ১৩ জনের। যার মধ্যে ১ শিশুও রয়েছে। এবার এমনই মর্মান্তিক ঘটনার সাক্ষী অসম। ডিব্রুগড়ের অসম (Assam) মেডিকেল কলজে হাসপাতালের আধিকারিক জানান, জঙ্গলের বিষাক্ত মশরুম খেয়েই অসুস্থ হয়ে পড়েন ১৩ জন। চিকিৎসা শুরু হলেও, তাঁদের প্রাণ রক্ষা করা যায়নি।
রিপোর্টে প্রকাশ, সম্প্রতি অসমের ডিব্রুগড় এলং শিবসাগর এলাকার চা বাগানে কর্মরত বেশ কয়েকটি পরিবার জঙ্গলের বিষাক্ত মাশরুম তুলে খান। খাদ্যে বিষক্রিয়ার ফলে অসুস্থ হয়ে পড়েন একযোগে ৩৫ জন। বিষাক্ত মাশরুম খেয়ে অসুস্থ হয়ে পড়লে ওই ৩৫ জনকে হাসপাতালে ভর্তি করা হলে, ১৩ জনের মৃত্যু হয়। বাকিদের একনও .চিকিৎসা চলছে।
আরও পড়ুন: Russia-Ukraine War: ইউক্রেনের খারকিভে ফের বোমাবর্ষণ, রাশিয়ার মিসাইল হামলায় বাড়ছে নিহতের সংখ্যা
জঙ্গলের বিষাক্ত মাশরুম যাতে কেউ না খান, সে বিষয়ে জনসচেতনতা তৈরি করতে হবে। এমনই জানান হাসপাতালের আধিকারিক।