IPL Auction 2025 Live

Asha Devi Protests Outside Delhi Court: আদালতের বাইরে ধরনায় বসলেন নির্ভয়ার মা-বাবা

ফের পিছিয়ে গিয়েছে নির্ভয়া মামলার শুনানি (Nirbhaya Gang Rape Case)। আর বারবার এই দীর্ঘসূত্রিতার কারণে এবার আদালতের বাইরে ধরনাতেই বসে গেলেন নির্ভয়ার মা আশা দেবী (Nirbhaya's Mother Asha Devi)। আজ বুধবার দিল্লির পাতিয়ালা হাউস কোর্টের (Patiala House Court) বাইরে ধরনায় বসেন নির্ভয়ার বাবা-মা। তাঁদের সঙ্গে রয়েছেন সমাজকর্মী যোগিতা ভাওনাও (Yogita Bhawna)।

আদালতের বাইরে ধরনায় বসলেন নির্ভয়ার মা-বাবা (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ১২ ফেব্রুয়ারি: ফের পিছিয়ে গিয়েছে নির্ভয়া মামলার শুনানি (Nirbhaya Gang Rape Case)। আর বারবার এই দীর্ঘসূত্রিতার কারণে এবার আদালতের বাইরে ধরনাতেই বসে গেলেন নির্ভয়ার মা আশা দেবী (Nirbhaya's Mother Asha Devi)। আজ বুধবার দিল্লির পাতিয়ালা হাউস কোর্টের (Patiala House Court) বাইরে ধরনায় বসেন নির্ভয়ার বাবা-মা। তাঁদের সঙ্গে রয়েছেন সমাজকর্মী যোগিতা ভাওনাও (Yogita Bhawna)।

এদিন আদালতে শুনানি পিছনোর পরই ক্ষোভে ফেটে পড়েন আশা দেবী। তাঁর কথায়, 'গত এক বছর ধরে আমি আদালতে ঘুরে চলেছি। অপেক্ষা করছি কবে দোষীদের সমস্ত আইনি সহায়তা পাওয়া শেষ হবে। ধর্ষকদের অধিকার আছে, আমার নেই? আমি চাই দোষীদের নামে নতুন মৃত্যু পরোয়ানা জারি করা হোক।' দ্য ট্রিবিউনের খবর অনুযায়ী, গত ১ ফেব্রুয়ারি নির্ভয়াকাণ্ডের চার দোষীর ফাঁসি (Hanging) চূড়ান্ত হয়ে গিয়েছিল। কিন্তু ৩১ জানুয়ারি বিকেলেই আসে মন ভেঙে দেওয়া খবর। দিল্লি পাটিয়ালি হাউস কোর্টের নির্দেশে স্থগিত হয় নির্ভয়ার চার অপরাধীর ফাঁসি। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ফাঁসি হবে না বলেই জানিয়েছিল আদালত। তখনও কান্নায় ভেঙে পড়েছিলেন নির্ভয়ার মা আশা দেবী। কাঁদতে কাঁদতেই তিনি বলেন, 'আসামিদের উকিল এপি সিং বলেছেন, এই ফাঁসি কখনই হবে না।' তিহার জেল (Tihar Jail) কর্তৃপক্ষের তরফে এরপর চার দোষীর নামে নতুন করে মৃত্যু পরোয়ানা জারির আরজি জানানো হয়েছিল। চারজনকে ২০ ফেব্রুয়ারি ফাঁসিতে ঝোলানোর পরিকল্পনা করেছিল জেল কর্তৃপক্ষ। কিন্তু গত শুক্রবার তা খারিজ করে দেয় আদালত। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে কেন্দ্র। আরও পড়ুন: Rajasthan: ২০ ফুট গভীর গর্ত করে রাজস্থানের আলওয়ারে আছড়ে পড়ল উল্কা

সরকার চেয়েছিল চার অপরাধীকে নোটিশ (Notice) পাঠাক আদালত। তবে তাতে ফাঁসির প্রক্রিয়া আরও বিলম্বিত হবে বলে জানায় বিচারপতি আর ভানুমতীর নেতৃত্বাধীন বেঞ্চ। সরকার পক্ষের আইনজীবী (Lawyer) তুষার মেহতা আদালতে বলেন, 'দেশের যথেষ্ট ধৈর্যের পরীক্ষা হয়েছে। এ ব্যাপারে এ বার হস্তক্ষেপ করুক সুপ্রিম কোর্ট।'