Bank Remain Closed For 15 days: জুলাই মাসে ব্যাংক বন্ধ থাকবে ১৫ দিন, কেন জানেন?

করোনার কাঁটায় লকডাউনের গেরো কাটছেই না৷ প্রয়োজনে রাস্তায় বাড়ির বাইরে বেরোতে গেলে পড়তে হচ্ছে প্রশ্নের মুখে ৷ তবুও জরুরি কাজকর্ম তো সারতেই হবে ৷ তাই আগেভাগে এই বিষয়টি জেনে রাখা ভাল, আগামী জুলাই মাসে ১৫ দিনের জন্য বন্ধ থাকছে ব্যাংক ৷

ব্যাঙ্ক (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ২৮ জুন: করোনার কাঁটায় লকডাউনের গেরো কাটছেই না৷ প্রয়োজনে রাস্তায় বাড়ির বাইরে বেরোতে গেলে পড়তে হচ্ছে প্রশ্নের মুখে৷ তবুও জরুরি কাজকর্ম তো সারতেই হবে৷ তাই আগেভাগে এই বিষয়টি জেনে রাখা ভাল, আগামী জুলাই মাসে ১৫ দিনের জন্য বন্ধ থাকছে ব্যাংক৷ জানি খবর শুনেই আঁতকে উঠেছেন৷ ইতিমধ্যে ১৫ দিনের ছুটি নিয়ে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI) নোটিস জারি করেছে৷ আরও পড়ুন-Babil Drops Out Of University: অভিনয় করতে চান, বিশ্ববিদ্যালয় ছাড়লেন ইরফান পুত্র বাবিল

১৫ দিনের ছুটির মধ্যে রয়েছে___

১২ জুলাই- কঙ্গ(রথযত্রা)

১৩ জুলাই- ভানু জয়ন্তী

১৪ জুলাই- দ্রুকপা সেচি

১৬ জুলাই- হরেলা

১৭ জুলাই- ইউ তিরত সিঙ্গ ডে/খরচি পূজা

১৯ জুলাই- গুরু রিম্পচের ঠুঙ্কার সেচে

২০ জুলাই- বকরিদ

২১ জুলাই- বকরি ঈদ(ঈদ-উল-জুহা)(ঈদ-উল-আধা)

৩১ জুলাই- কের পূজা

এছাড়াও নিয়মিত ছুটির তালিকাটি হল____

৪ জুলাই- রবিবার

১০ জুলাই- মাসের দ্বিতীয় শনিবার

১১ জুলাই- রবিবার

১৮ জুলাই- রবিবার

২৪ জুলাই- মাসের চতুর্থ শনিবার

২৫ জুলাই- রবিবার

সাধারণত ব্যাংকে ছুটি সংশ্লিষ্ট রাজ্যের সরকারি ছুটির তালিকার উপরে বিশেষভাবে নির্ভরশীল৷ তবে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তিনটি ধারায় ছুটি রাখে। সেগুলি হল- হলিডে আন্ডার নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টস, হলিডে আন্ডার নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টস অ্যান্ড রিয়েল-টাইম গ্রস সেটেলমেন্ট হলিডে এবং ব্যাংকস ক্লোজিং অফ অ্যাকাউন্টস। তবে এই ১৫ দিনের ছুটির মধ্যে ব্যাংকে গিয়ে কাজ না হলেও অনলাইন পরিষেবা অব্যাহত থাকবে৷



@endif