Amritpal Singh: পুলিশের চোখে ধুলো দিয়েই চলেছেন খালিস্তানিপন্থী অমৃতপাল সিং, কেস নিতে পারে এনআইএ

কিছুতেই কিছু হচ্ছে না। ইন্টারনেট বন্ধ রেখে, বিশাল পুলিশ বাহিনী, সেরা গোয়েন্দাদের দিনরাত কাজে লাগিয়েও কাজের কাজটা হচ্ছে না।

Punjab Police on Amritpal Singh Photo Credit/; twitter@ANi

জলন্ধর, ২১ মার্চ: কিছুতেই কিছু হচ্ছে না। ইন্টারনেট বন্ধ রেখে, বিশাল পুলিশ বাহিনী, সেরা গোয়েন্দাদের দিনরাত কাজে লাগিয়েও কাজের কাজটা হচ্ছে না। কয়েকজন শাগরেদকে ধরা গেলেও খালিস্তানিপন্থী নেতা তথা 'ওয়ারিস পঞ্জাব দে'সংগঠনের প্রধান অমৃতপাল সিং (Amrit Pal Singh) এখনও অধরা।

শনিবার থেকে কার্যত আদাজল খেয়ে অমৃতপালকে খুঁজতে সব চেষ্টা করে যাচ্ছে পঞ্জাব পুলিশ। কিন্তু একবার হাতের মুঠো এসেও পালিয়ে যাওয়ার পর তার আর কোনও খোঁজ নেই। আরও পড়ুন-অয়ন শীলের বাড়িতে ইডি হানার ১২ ঘণ্টা আগেই ফোনে সর্তকবার্তা পাঠিয়েছিলেন রহস্যময়ী!

দেখুন টুইট

এদিকে, মোগা সহ পঞ্জাবের বেশ কিছু জায়গায় আরও একদিন ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছে। আজও চলছে পুলিশের রুট মার্চ। তবে এবার অমৃতপাল সিংকে ধরতে এবার মাঠে নামতে পারে এনআইএ (জাতীয় তদন্তকারী সংস্থা, NIA)। এনআইএ 'ওয়ারিস পঞ্জাব দ্য'-র প্রধান অমৃতপাল সিংয়ের কেস হাতে নিতে পারে।